বেসরকারী প্রাথমিক বিদ্যালয়সহ ৮টি বেসকারী প্রাথমিক বিদ্যালয় ও উপজেলার ১৮টি আলীয় মাদ্রাসায় বই বিতরন
নাজিরপুরে ২৫৩টি বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নতুন পাঠ্য বই বিতরন
নাজিরপুরে ২৫৩টি বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নতুন পাঠ্য বই বিতরন
পিরোজপুর জেলার নাজিরপুরে বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ও ইবতেদায়ী সহ আলীয়া মাদ্রাসায় নতুন পাঠ্য বই বিতরন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্য বই বিতরনী অনুষ্ঠানে প্রাধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ জামাল হোসেন। এ ছাড়াও উপজেলা সদরের সিরাজুল হক সরকারী বালক মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার ৫৫টি মাধ্যমিক, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ ১৮০টি সরকারী ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.রফিকুল ইসলামের উপস্থিতিতে পূর্ব-কালিকাঠী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়সহ ৮টি বেসকারী প্রাথমিক বিদ্যালয় ও উপজেলার ১৮টি আলীয় মাদ্রাসায় বই বিতরন করা হয়েছে।
নাজিরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
পিরোজপুর জেলার নাজিরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার সকালে উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম মাজেদুল কবির রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও বাকসুর সাবেক মিলনায়তন সম্পাদক এইচ এম লাহেল মাহমুদ। বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম সাফিক, সাধারন সম্পাদক মিজানুর রহমান রিপন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ তাওহীদুল ইসলাম, তাওহীদ, মো. হাফিজুর রহমান লায়েক, কলেজ সভাপতি তাওহীদ ফরাজী প্রমুখ। পরে নেতাকর্মীরা কেক কাটেন।
এইচ.এম. দেলোয়ার হোসেন
Post Views:
১৩২
|