প্রচ্ছদ » স্লাইডার নিউজ » নাজিরপুরে সন্ত্রাসী হামলায় আ’লীগ ও জাপা নেতা গুরুতর আহত
Sunday August 6, 2017 , 4:40 pm
উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ
নাজিরপুরে সন্ত্রাসী হামলায় আ’লীগ ও জাপা নেতা গুরুতর আহত
এইচ এম দেলোয়ার হোসেন : পিরোজপুর জেলার নাজিরপুরে সন্ত্রাসী হামলায় আ’লীগও যুবসংহতির ২ নেতা গুরুতর আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে। আহত ওই নেতাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করা হয়েছে।আহত উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন আ’লীগ সিনিয়র সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন রায় (৬২) জানান, ওই রাতের সাড়ে ৮ টার দিকে তিনি ও উপজেলা যুবসংহতির (জাতীয় পার্টি) সভাপতি মো. মাহাবুব শেখ (৪৫) উপজেলা সদর থেকে ভ্যানে করে শ্রীরামকাঠী বন্দরস্থ নিজ বাড়ি ফিরবার সময় ওই রাস্তার ভীমকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জগদ্বিশ হালদারের বাড়ির কাছ থেকে কয়েকজন সন্ত্রাসী তাদের বহন করা ভ্যানের গতিরোধ করে তার উপর এলোপাথারি হামলা চালায়।এ সময় হামলা ঠেকাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় মাহাবুব শেখও আহত হন।গুরুতর আহত তৃপ্তি রঞ্জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।এ ব্যাপারে থানা পুলিশের অফিসার ইন চার্জ মো. হাবিবুর রহমান জানান, এখনো কোন মামলা দায়ের হয়নি।অভিযোগ পেলে তারা দ্রুত আইনানুগ ব্যবস্থা নেবেন।