প্রচ্ছদ » স্লাইডার নিউজ » নাজিরপুরে মসজিদের নির্মাণ কাজে বাঁধা দেয়ার প্রতিবাদে স্থানীয়দের সংবাদ সম্মেলন
Friday March 2, 2018 , 6:27 pm
প্রায় শত বছরের থাকা পুরাতন মসজিদটি স্থানীয় নদীতে ভেঙ্গে যাওয়ায় ওই মসজিদ নির্মাণের কাজ শুরু হয়
নাজিরপুরে মসজিদের নির্মাণ কাজে বাঁধা দেয়ার প্রতিবাদে স্থানীয়দের সংবাদ সম্মেলন
পিরোজপুরের নাজিরপুরে মসজিদের নির্মাণ কাজে বাঁধা দেয়ার প্রতিবাদে স্থানীয়রা সংবাদ সম্মেলনের আয়োজন করছেন। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার দক্ষিন ঝনঝনিয়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম শেখ। এ সময় ওই কমিটির সাধারন সম্পাদক মাওলানা হায়দার আলী দাঁড়িয়া, মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদারসহ স্থাণীয় গন্যমান্য প্রায় শতাধিক মুসল্লিরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, স্থাণীয় মৃত তাছেন উদ্দিনের পুত্র ছিদ্দিকুর রহমান ও তার বোন হোসনেয়ারা আক্তার করিমোন দীর্ঘদিন ধরে ওই মসজিদের নির্মাণ কাজে বাঁধা দিয়ে আসছে। গত ২০১৩ সালের নভেম্বরের দিকে ওই মসজিদের নির্মাণ কাজ শুরু করলে এ ঘটানার পর নির্মাণ কাজ বন্ধ রাখা হয়। স্থাণীয় শেখ পরিবারের দেয়া ১৩ শতক জমির উপর নির্মানাধীন ওই জায়গার ভিতর অভিযুক্তদের জায়গা রয়েছে বলে দাবী করলে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে একাধীকবার শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় শত বছরের থাকা পুরাতন মসজিদটি স্থানীয় নদীতে ভেঙ্গে যাওয়ায় ওই মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। জানা গেছে, অভিযুক্তদের বিভিন্ন মামলা রয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. আতাহার আলী শেখ জানান, মসজিদের নির্মাণ কাজের শুরু থেকেই অভিযুক্তরা নির্মাণ কাজে বাঁধা প্রদান করে আসছে। আর এ ঘটনায় একাধীকবার শালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে জানতে অভিযুক্ত ছিদ্দিকুর রহমানের মুঠোফোনে একাধীকবার ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।