নাজিরপুরে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসে র্যালী ও আলোচনা সভা
দেলোয়ার হোসেন : পিরোজপুর জেলার নাজিরপুরে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভার আগে এক বর্ণ্যাঢ্য র্যালী উপজেলা সদরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন কুমার ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেসরকারী উন্নয়ন সংস্থা সীমান্তিকের জেলা নিউট্রিশন সুপারভাইজার আয়শা সিদ্দিকা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানভীর হাসান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শহিদুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ সব্যসাচী হালদার, পরিসংখ্যনবিদ স্বপন রায়, নার্সিং সুপারভাইজার সুফিয়া খানম প্রমূখ।সীমান্তিকের জেলা নিউট্রিশন সুপারভাইজার আয়শা সিদ্দিকা বলেন, সীমান্তিক বিশ্ব ব্যাংকের অর্থায়নে পিরোজপুরের নাজিরপুর ও কাউখালীসহ বরিশাল বিভাগের ৫টি জেলার ১০টি উপজেলায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতা ও সেবাপ্রদান কার্যক্রম ইতোমধ্যেই শুরু করেছে।সভায় সভাপতি তার বক্তব্যে মায়ের দুধের কোন বিকল্প নাই ও এর গুরুত্ব তুলে ধরে জনগনকে সচেতন হওয়ার আহবান জানান।