নাজিরপুরে কৃষি কর্মকর্তাদের সাথে কৃষি মন্ত্রীর ভিডিও কনফারেন্স
নাজিরপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
নাজিরপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
এইচ.এম. দেলোয়ার হোসেন : পিরোজপুর জেলার নাজিরপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে গতকাল বুধবার সকালে র্যালী,আলোচনা সভা,যুবকদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষনের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে আয়োজিত যুব র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা যাদব চন্দ্র রায়,যুব সংগঠনের পক্ষে বদরুল হায়দার বেপারী প্রমুখ।আলোচনা সভা শেষে ১১জন যুবক ও যুব মহিলাদের মাঝে ৪লাখ ৮৫ হাজার টাকার যুব ঋণের চেক ও ৪০জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
নাজিরপুরে কৃষি কর্মকর্তাদের সাথে কৃষি মন্ত্রীর ভিডিও কনফারেন্স
এইচ.এম. দেলোয়ার হোসেন : কৃষিমন্ত্রী মতিয়া চৈধুরীর সাথে গতকাল বুধবার পিরোজপুর জেলার নাজিরপুরে কৃষি কর্মকর্তাদের সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ভিডিও কমফারেন্স অনুষ্ঠিত হয়।উপজেলার আইসিটি কক্ষে ওই দিন সকাল ১০টায় অনুষ্ঠিত এ ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন তালুকদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান প্রমুখ।এ সময় কৃষি মন্ত্রীর পিতৃ উপজেলা নাজিরপুরের কৃষি বিষয় খোঁজ-খবর নেন।
– এইচ.এম. দেলোয়ার হোসেন
Post Views:
৬৭
|