Current Bangladesh Time
শনিবার ডিসেম্বর ২০, ২০২৫ ৩:৪৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নাজিরপুরে জমিজমা বিরোধের জের ধরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু 
Sunday December 10, 2017 , 2:24 pm
Print this E-mail this

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক,পুলিশ তাদের আটকের জন্য তৎপর রয়েছে

নাজিরপুরে জমিজমা বিরোধের জের ধরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু


পিরোজপুর জেলার নাজিরপুরে ডালিম শেখের হামলায় আহত বাদশা শেখ (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছে। জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনায় আহত হয়ে বাদশা শেখ বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। গত শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাখারিকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে শহীদ হাওলাদারের বাড়ীর সামনে এ হামলার ঘটনা ঘটে। নিহত বাদশা শেখ উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মৃত রাঙ্গা মিয়া শেখের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত বাদশা শেখের নানা মৃত আব্দুল গনি শেখের কোন পুত্র সন্তান না থাকায় বাদশা শেখের মাসহ তার দুই খালা তার সম্পত্তির ওয়ারিশ হয়। গনি শেখের মৃত্যুর পর তার ৩ মেয়েকে সম্পত্তি না দিয়ে ভাইয়ের ছেলে হাতেম শেখ জোর পূর্বক ওই সম্পত্তি ভোগদখল করে। হাতেম শেখের আদালতে মামলা চলে আসছে। গত বৃহস্পতিবার সকালে হাতেম শেখের ছেলে কৃষক দলের শাখারিকাঠী ইউনিয়ন শাখার আহবায়ক ডালিম শেখ ভাড়াটে লোকজন নিয়ে বিরোধীয় জমিতে চাষাবাদের কাজ শুরু করলে বাদশা শেখ বাঁধা দেয়। বাধা উপেক্ষা করে কাজ করতে থাকলে বাদশা শেখ বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয় এবং জমির কাগজপত্র নিয়ে উভয় পক্ষকে শুক্রবার সকালে থানায় যেতে বলে। ডালিম শেখসহ কয়েকজন মিলে বাদশা শেখকে রাস্তায় ফেলে মারধর করে। নিহত বাদশা শেখের খালাতো ভাই শাহজাহান শেখ বলেন, আমার মা খালার সম্পত্তি অবৈধভাবে হাতেম মেম্বার চাষাবাদ করতে চায়। পুলিশ সংবাদ দেয়ায় হাতেম শেখের ছেলে ডালিম শেখ লোকজন নিয়ে আমার ভাই বাদশাকে রাস্তায় ফেলে মারধর করেছে। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। পুলিশ তাদের আটকের জন্য তৎপর রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এইচ.এম. দেলোয়ার হোসেন




Archives
Image
বরিশালে মহাসড়কের পাশ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
Image
বরিশালে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সদস্য গ্রেফতার
Image
নিরাপত্তা পরিস্থিতির জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা
Image
বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চিত্র ও দলিলপত্র প্রদর্শনী
Image
মহান বিজয় দিবসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের শ্রদ্ধা