প্রচ্ছদ » স্লাইডার নিউজ » নাজিরপুরে চুরি করতে গিয়ে গুলি ও ম্যাগাজিনসহ ২ যুবক আটক
Saturday November 25, 2017 , 7:51 pm
গৃহকর্তা চোর চক্রের এক সদস্যকে আটকে থানায় খবর দেয়
নাজিরপুরে চুরি করতে গিয়ে গুলি ও ম্যাগাজিনসহ ২ যুবক আটক
এইচ.এম. দেলোয়ার হোসেন : পিরোজপুর জেলার নাজিরপুরে চুরি করতে গিয়ে গুলি ও ম্যাগাজিনসহ ২ যুবককে আটক করা হয়েছে।আটককৃত রাজিবুল মিস্ত্রী (২০) উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী গ্রামের সালাম মিস্ত্রীর ও শফিউল্লাহ মোল্লা (২১) একই গ্রামের জুলহাস মোল্লার পুত্র।থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হাবিবুর রহমান জানান,গত শুক্রবার রাতে আটককৃত ২ যুবকসহ ৪ জনে উপজেলার হরিপাগলা গ্রামের রনজিত কুমার ঢালীর ঘরে চুরি করতে সিঁদকেটে ঢোকে।এ সময় গৃহকর্তা রনজিত ও তার পুত্র রিপন ঢালী টের পেয়ে জেগে চোর দলের সদস্য শফিউল্লাহকে নিজ গৃহে আটকে ফেলেন।এসময় চোর চক্রের সদস্য পালিয়ে যাওয়া সদস্য রনি আটককৃত শফিউল্লাহকে ছাড়িয়ে নিতে গৃহকর্তার পুত্র রিপনকে কুপিয়ে আহত করে।গুরুতর আহত রিপন ঢালীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পরে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে।থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান,এ সময় আটককৃত শফিউল্লাহর কাছ থেকে ৭.৬৫ বোরের ৪ রাউন্ড গুলি ভর্তি একটি অত্যাধুনিক পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।আটককৃতের দেয়া তথ্য মতে ওই পিস্তলটি স্থানীয় ইউপি সদস্য যুবলীগ নেতা মো: ফেরদাউস খান সোহাগের। আটককৃতরা মাদক কেনা-বেচার সাথেও জড়িত।এ ব্যাপারে দস্যুতা ও অস্ত্র আইনে পৃথক ২টি মামলা দায়ের হয়েছে। ইউপি সদস্য ফেরদাউস খান সোহাগ উপজেলার সদর ইউনিয়নের ৯ নং সদর ওয়ার্ডের মেম্বার ও উপজেলা যুবলীগের সদস্য বলে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান নিশ্চিত করেছেন।গৃহকর্তা চোর চক্রের এক সদস্যকে আটকে থানায় খবর দেয়।থানা পুলিশের এস আই মানিক দাস গৃহকর্তা রনজিতকে ১ হাজার টাকা পুরুস্কৃত করেন।