|
নাজিরপুরে মহিলা কলেজের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময়
নাজিরপুরে কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
নাজিরপুরের টুকরো খবর
নাজিরপুরে কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
এইচ.এম. দেলোয়ার হোসেন : ‘পুলিশই জনতা,জনতাই পুলিশ’-এই স্লোগানকে সামনে পিরোজপুরের নাজিরপুরে কমিউনিটি পুলিশিং-ডে উদ্যাপন করা হয়।এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।শনিবার (২৮ অক্টোবর) সকালে নাজিরপুর থানা থেকে র্যালিটি বের করা হয়।র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।পরে উপজেলার স্বাধীনতা মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কমিউনিটি পুলিশিংয়ের উপজেলা সভাপতি মোশারেফ হোসেন খানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,নাজিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান।সভায় প্রধান অতিথি ছিলেন,জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজ হোসেন (পিপিএম)।বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম,উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন কাজী,নাজিরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম,দীর্ঘা ইউপি চেয়ারম্যান আশুতোষ বেপারী,শাখারীকাঠী ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান গাউছ প্রমুখ।বর্ণাঢ্য এ আয়োজনে ব্যান্ডপার্টিসহ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য,জনপ্রতিনিধি,পুলিশের সদস্য ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।সভায় মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,বাল্য বিয়ে ও ইভটেজিং-এর প্রতিবাদের জনমত গঠনের আহ্বান জানানো হয়।
নাজিরপুরে মহিলা কলেজের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময়
এইচ.এম. দেলোয়ার হোসেন : পিরোজপুরের নাজিরপুরে মহিলা কলেজের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার উপজেলা সদরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে ওই কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মত বিবিনময় সভা অনুষ্ঠিত হয়।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরীক্ষা কমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আল্লাহ্তায়াল সকলকে সমান মেধা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন।উক্ত মেধাকে বেশী বেশী চর্চার মাধ্যমে বিকাশিত করার দায়িত্ব আমাদের সকলের।অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাজিরপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আফজাল হোসেন খান,নাজিরপুর সিরাজুল হক সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কেশব লাল দাস,অভিভাবক মো. আলী আহম্মেদ,মো. শিহাব উদ্দিন প্রমুখ।অনুষ্ঠানে সম্বিলিতভাবে ২০ মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
– এইচ.এম. দেলোয়ার হোসেন
Post Views:
১১৫
|
|