Current Bangladesh Time
সোমবার জানুয়ারি ২০, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নাজিরপুরে এসএসসি’র প্রশ্নপত্রের সেট পরিবর্তনের অভিযোগে কেন্দ্র সচীবকে বহি:স্কার 
Saturday February 24, 2018 , 6:09 pm
Print this E-mail this

সিরাজুল হক সরকারী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গত সোমবার এ ঘটনা ঘটে

নাজিরপুরে এসএসসি’র প্রশ্নপত্রের সেট পরিবর্তনের অভিযোগে কেন্দ্র সচীবকে বহি:স্কার


পিরোজপুরের নাজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্রের সেট পরিবর্তনের অভিযোগে কেন্দ্র সচীবকে বহি:স্কার করা হয়েছে। উপজেলার সিরাজুল হক সরকারী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গত সোমবার এ ঘটনা ঘটে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম জানান, ওই দিন ওই কেন্দ্রে জীববিজ্ঞান ও অর্থনীতি বিষয়ের ২৬৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। ওই কেন্দ্রের কেন্দ্র সচীবের কারণে ওই দিনের জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত ‘ক’ সেটের পরিবর্তে ‘খ’ সেটের প্রশ্ন ব্যবহার করা হয়েছে। তিনি আরো জানান, বিষয়টি পরীক্ষা শুরুর ২১ মিনিট পর কর্তৃপক্ষের চোখে ধরা পড়ে এবং ওই সেট দিয়েই পরীক্ষা চালিয়ে যাওয়া হয়। এ বিষয়ে জানতে পরীক্ষা শেষে ওই কেন্দ্রে গেলে কেন্দ্র সচীব উপজেলার সিরাজুল হক সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাধব চন্দ্র দাস ও সহকারী কেন্দ্র সচীব উপজেলার শ্রীরামকাঠী ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মন্ডলকে পাওয়া যায়নি। কেন্দ্র সচীবকে পাওয়া যায়নি। জানা যায়, তিনি জরুরী কাজে পরীক্ষা শুরুর পর শিক্ষা বোর্ডে গেছেন। তবে অন্যমনস্ক থাকার কারনে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা জানান, এ ঘটনার অভিযোগেওই কেন্দ্রের সচীব মাধব চন্দ্র দাসকে বহি:স্কার করা হয়েছে। তবে পরীক্ষার্থীদের ব্যাপারে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে আলাপ করলে তারা ওই কেন্দ্রের উত্তর পত্রগুলো ডাক যোগে না পাঠিয়ে সরাসারি হাতে পাঠাতে নির্দেশ দিয়েছেন এবং তবেই তারা তা মূল্যায়ন করবেন।

এইচ. এম. দেলোয়ার হোসেন




Archives
Image
শিগগির ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা
Image
বিসিসির ছাঁটাইকৃত পরিচ্ছন্নতাকর্মীদের মানববন্ধন
Image
বরিশালে আড়তেই পচছে ফুলকপি-বাঁধাকপি-শালগম, বিপাকে ব্যবসায়ীরা
Image
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই
Image
সাইফ আলী খানের ওপর হামলাকারী বাংলাদেশি, সন্দেহ পুলিশের