Current Bangladesh Time
শুক্রবার ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নাজিরপুরে এক প্রভাবশালীর বিরুদ্ধে সংখ্যালঘু বিধবা নারীর দোকান ঘর দখলের চেষ্টা 
Monday October 23, 2017 , 5:57 pm
Print this E-mail this

খাস জমি ক্রয়-বিক্রয়ের কোন সুযোগ নেই – উপজেলা সহকারি কমিশনার (ভূমি)

নাজিরপুরে এক প্রভাবশালীর বিরুদ্ধে সংখ্যালঘু বিধবা নারীর দোকান ঘর দখলের চেষ্টা


এইচ.এম. দেলোয়ার হোসেন : বরিশালের পিরোজপুর জেলার নাজিরপুরে এক প্রভাবশালীর বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের দোকান ঘর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।উপজেলা সদরের বঙ্গমতা মহিলা কলেজ সংলগ্ন ব্রীজের পূর্ব পার্শ্বে অবস্থিত সুষমা হালদারের (৭০) এর জীবিকার একমাত্র উৎস দোকান ঘরটি দখলের চেষ্টা করছে স্থানীয় এক প্রভাবশালী।ভুক্তভোগী অসহায় ওই মহিলার সাথে কথা হলে তিনি জানান,স্বামী মুকুন্দ বিহারী হালদার মারা গেলে নিরূপায় হয়ে গত প্রায় ৩০ বছর আগে সে সময়ে থাকা ২ বছরের একমাত্র পুত্র সন্তান রতন হালদারকে নিয়ে জীবীকার তাগিদে উপজেলার হাসপাতাল সড়কের ব্রীজের পাশে একটুকরো সরকারি খাস জমিতে টংঘর তুলে সেখানে চা-পানের দোকান শুরু করেন।কিন্তু গত ৪/৫ বছর আগে সেখানে টং ঘরের নিচে বালু দিয়ে ভরাট করে দোকান ঘর তুলে ব্যবসার পরিধি কিছুটা বৃদ্ধি করেন।তিনি আরো জানান,উপজেলা ভূমি অফিস দোকানের ওই জায়গা সদর বাজারের আওতাভূক্ত করে নিলে তার পুত্র রতন হালদার অন্যান্য ব্যবসায়ীদের মতো তা বন্দোবস্ত পাওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেন।সে সময়ের এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার মো. তবিবুর রহমান আবেদনের বিষয়টি তদন্তপূর্বক উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার ও তহশীলদারকে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। অভিযোগে জানা গেছে,গত কয়েকদিন ধরে সুষমা হালদারের দখলে থাকা ওই জমিটি উপজেলা সদরের পাতিলাখালী গ্রামের বজলুর রহমান হাজরার পুত্র কামরুল হাজরা তা নিজের দাবী করে রতনকে দখল ছেড়ে দেয়ার জন্য হুমকি দিয়ে আসছে।এ ব্যাপারে সুষমার ছেলে রতন হালদার বলেন,‘কামরুল আমার দোকানের জায়গা ছেড়ে দেয়ার চাপ দিলে আমি ভূমি অফিসে খোঁজ নিয়ে জানতে পারি,দোকানের ওই জায়গা আমাকে বন্দোবস্ত না দিয়ে ইতিপূর্বে এখানে উপজেলা হিসাবরক্ষণ অফিসার হিসেবে কর্মরত থাকা পার্শ্ববর্তী উপজেলার নেছারাবাদের সুটিয়াকাঠী গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের শ্বশুড় ও স্ত্রীর নামে এক সনা লিজ দেয়া হয়।গত বছর শহিদুল ইসলাম মারা গেলে তার শ্বশুড় ও স্ত্রীর কাছে ওই জায়গা কিনে নিয়েছে বলে কামরুল হাজরা দাবী করেন।বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রভাবশালীদের জানালে তারাও আমাকে জায়গা ছেড়ে দিতে বলেন।’অভিযোগের বিষয়ে জানতে চাইলে কামরুল হাজরা বলেন,‘আমি সাবেক উপজেলা হিসাবরক্ষণ অফিসার শহিদুল ইসলামের শ্বশুড় ও স্ত্রীর নামে বরাদ্দকৃত জায়গা কিনে নিয়েছি।আমি যাতে জায়গাটা দখল করতে পারি সে ব্যাপারে আমাকে সহায়তা করুন।’এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ শামীম কিবরিয়া বলেন,‘খাস জমি ক্রয়-বিক্রয়ের কোন সুযোগ নেই।বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’




Archives
Image
ডাক্তারদের উপঢৌকন বন্ধ হলে ওষুধের দাম কমবে ৩০%
Image
বৌদ্ধ ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা আজ
Image
নতুন দলের নেতৃত্বে কারা আসছেন, যা জানা গেল
Image
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দ্রুত নির্বাচনের তাগিদ বিএনপির
Image
জুলাই অভ্যুত্থানের নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন বৃহস্পতিবার