সেখানে পুলিশ পাঠানো হয়েছে, অভিযোগ পেলে মামলা দায়ের হবে – মো. হাবিবুর রহমান
নাজিরপুরের জমি নিয়ে বিরোধের জেরে ঘরে অগ্নি সংযোগ ও মারপিট
পিরোজপুর জেলার নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ঘরে অগ্নি সংযোগ ও মারপিটের ঘটনা ঘটেছে। অগ্নি সংযোগে বাধা দিতে গেলে হামলাকারীদের হামলায় গুরুতর আহত গৃহকর্তা আ: হাই মল্লিকের স্ত্রী লাইলী বেগম (৬৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রনে আসে বলে স্থানীয়রা জানান। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সকালে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের শাঁখারীকাঠী গ্রামে। ভুক্তভোগী পরিবারের গৃহকর্তা আ: হাই মল্লিক জানান, জমি নিয়ে বিরোধের জেরে ওই দিন সকাল সাড়ে ৯ টার দিকে স্থানীয় রতন মোল্লার পুত্র মোজাম্মেল মোল্লার নেতৃত্বে মাসুম, মামুন, গনি সহ ১০/১৫ জনে আমাকে বসত ঘরে আটকে রেখে পাশের ঘরে আগুন দেয়। এ সময় আমার স্ত্রী লাইলী বেগম তাদের বাঁধা দিলে হামলাকারীরা তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনার পর অভিযুক্তরা পলাতক থাকায় তাদের কোন সাক্ষাৎকার নেয়া সম্ভব হয় নি। এ ব্যাপারে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, ঘটনা শুনে সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোন অভিযোগ পেলে মামলা দায়ের হবে।