বেশ কিছুদিন যাবৎ নলছিটির বিভিন্ন এলাকার কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটছে
নলছিটিতে কঙ্কাল চুরির অভিযোগে আটক ১
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কবর থেকে কঙ্কাল (মৃতদেহের হাড়গোড়) চুরিতে জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।শনিবার ভোরে ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের হাওলাদার বাড়ি থেকে তাকে আটক করা হয়।এরআগে সে ওই বাড়ির একটি কবরস্থানের কবরের মাটি খুঁড়ছিল।আটক হেলাল ভূঁইয়া (৩৮) বরগুনা জেলার বামনা উপজেলার মতিউর রহমানের ছেলে।বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ওসি (তদন্ত) আঃ হালিম তালুকদার জানান,মূলত কবরের মাটি খোঁড়ার সময় তাকে আটক করা হয়।তবে কোন কঙ্কাল চুরির ঘটনা ওই সময়ে ঘটেনি।তিনি আরো জানান,হেলাল মানসিকভাবে ভারসাম্যহীন বলে স্থানীয় কয়েকজন ব্যক্তি দাবি করেছেন।তাই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।প্রসঙ্গত,বেশ কিছুদিন যাবৎ নলছিটির বিভিন্ন এলাকার কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটছে।