Current Bangladesh Time
রবিবার জুলাই ৬, ২০২৫ ৫:০২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ 
Monday September 11, 2017 , 7:33 pm
Print this E-mail this

এক সপ্তাহের ব্যবধানে মণ প্রতি গড়ে ১০ হাজার টাকা কম দামে ইলিশ বিক্রি

নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সাগরের পাশাপাশি নদীতেও জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ।গত এক সপ্তাহ থেকে নদীর ইলিশ বোঝাই ট্রলার আসতে শুরু করেছে বরিশালের ইলিশ মোকামগুলোতে।দেরিতে হলেও মাঝ-মৌসুমে বরিশালের নদীতে রুপালি ইলিশ ধরা পড়ায় খুশি এখানকার জেলেরা।জেলা মৎস্য আড়তদার সমিতির প্রচার সম্পাদক ইয়ার উদ্দিন সিকদার জানান, গত এক সপ্তাহ থেকে প্রতিদিন গড়ে প্রায় হাজার মণ করে ইলিশ আসছে বরিশালের মোকামে।নগরীর পোর্ট রোডের মোকামে বসে জেলে রশিদ মাঝি জানান, গত সাতদিনে তিনি প্রচুর ইলিশ বিক্রি করেছেন।সাগরের পাশাপাশি নদীতেও প্রচুর ইলিশ ধরা পড়ার কারণে কর্মব্যস্ততা বেড়েছে মোকামগুলোতে।বাজারে কমেছে মাছের দামও।এক সপ্তাহের ব্যবধানে মণ প্রতি গড়ে ১০ হাজার টাকা কম দামে ইলিশ বিক্রি হচ্ছে।নগরীর নতুন বাজারে ইলিশ ক্রেতা শামীম আহম্মেদ বলেন,‘চলতি বছর ইলিশের স্বাদ উপভোগ করতে পারিনি।এতদিন সাগরের ইলিশ কিনলেও তার স্বাদ নদীর ইলিশের তুলনায় অনেক কম।এবার নদীর ইলিশ কম দামে কিনতে পেরে আমরা খুশি।’ইলিশ মোকামগুলোর সূত্রে জানা গেছে, বর্তমানে ৫০০ থেকে ৬০০ গ্রাম ইলিশ ২০ থেকে ২২ হাজার ও ছোট সাইজের ইলিশ প্রতি মণ ১২ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।ছোট সাইজের এ ইলিশের দামও এক সপ্তাহে প্রতি মণে পাঁচ থেকে সাত হাজার টাকা কমেছে।এছাড়া ৬০০ থেকে ৯৫০ গ্রাম ইলিশের দাম মণ প্রতি ১০ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ হাজার টাকায়।এক কেজি থেকে ১১শ’ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি মণ ৪০ হাজার টাকা।গত এক সপ্তাহ আগে এর দাম ছিল ৫২ হাজার টাকা।১২শ’ থেকে সাড়ে ১২শ’ গ্রাম ওজনের ইলিশ প্রতিমণ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ হাজার টাকা।গত সপ্তাহে তা বিক্রি হয়েছে ৭০ হাজার টাকায়।দেড় কেজি ওজনের বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি মণ ৯০ হাজার টাকা দরে।বড় সাইজের এ ইলিশের দেখা সহজে না মিললেও বর্তমানে তা পাওয়া যাচ্ছে।এ সাইজের ইলিশ প্রতি মণে কমেছে প্রায় ২৫ হাজার টাকা।জেলেরা জানান, বরিশালের মেঘনা, তেঁতুলিয়া, কীর্তনখোলা ও সন্ধাসহ বিভিন্ন নদীতে মৌসুমের শেষভাগে ইলিশ মিলতে শুরু করায় জেলে পরিবারগুলোর ক্ষতি পুষিয়ে উঠতে শুরু করেছে।এখানকার নদীতে মাছ ধরতে অভ্যস্ত জেলেরা সাধারণত সাগরে ইলিশ শিকার করেন না।তারা দীর্ঘ দুইমাস ধার-দেনা কিংবা মহাজনদের কাছ থেকে দাদন নিয়ে নদী চষে বেড়িয়েও ইলিশের দেখা পাননি।যে কারণে দুই ঈদে এখানকার জেলেদের মধ্যে তেমন কোনও আনন্দ ছিল না।পরিবারের সদস্যদের জন্য ঈদের পোশাক, ভালো খাবারও জোটেনি জেলে পরিবারগুলোতে।কিন্তু গত সপ্তাহ থেকে নদীতে ইলিশ মিলতে শুরু করায় জেলে পরিবারের মধ্যে ভিন্নরকম ঈদের আনন্দ ফিরে এসেছে।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা