প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশাল নগরীতে মেধা তালিকার রেজাল্ট নিয়ে বাড়ি ফেরা হলো না শিশুটির
Monday January 1, 2018 , 9:22 pm
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ
বরিশাল নগরীতে মেধা তালিকার রেজাল্ট নিয়ে বাড়ি ফেরা হলো না শিশুটির
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দ্বিতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল নিয়ে বাসায় ফেরার পথে মোটরসাইকেল চাপায় তানভির নামের এক শিশু নিহত হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) বরিশাল নগরীর কাউনিয়ায় বিদ্যালয় থেকে রেজাল্ট নিয়ে ফিরছিল শিশুটি। সে ওই এলাকার খাবার হোটেল ব্যবসায়ী দিলু ব্যাপারীর ছোট ছেলে। কাউনিয়া থানার ওসি নুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, দ্বিতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষায় বিদ্যালয়ের মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে তানভির। রবিবার বিকালে উত্তর কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষার ফলাফল নিয়ে বাসায় ফিরছিল সে। কিন্তু পথিমধ্যে একটি মোটরসাইকেল (বরিশাল-ল-১১১৩৮৫) তাকে চাপা দিলে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।