মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দ্রব্য মূল্যের উর্দ্ধগতি এবং ভেজাল নিয়ন্ত্রণে রমজানের প্রথম দিনেই বরিশালের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। রমজানে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শুক্রবার সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫ হাজার টাকা, বিক্রির উদ্দেশ্যে বাসি মাংস ফ্রিজে সংরক্ষণ করার দায়ে এক গরুর মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা এবং কাঁচা আম বিশেষভাবে পাকাএসএম রবীন শীষের নেতৃত্বে নগরীর পোর্টরোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় পলিথিনের প্যাকেটে খাদ্যদ্রব্য রাখার দায়ে এক মুদির দোকানদারকে ৫ হাজার টাকা, বিক্রির উদ্দেশ্যে বাসি মাংস ফ্রিজে সংরক্ষণ করার দায়ে এক গরুর মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা এবং কাঁচা আম বিশেষভাবে পাকানোয় এক ফল বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। রমজানে ভেজাল ও পণ্য মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রবীন শীষ।