|
ঘরে বাইরে যে যেখানে আছেন, স্ব স্ব অবস্থান থেকে প্রতিবাদ জানান
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামাতে তৈরি হোন – মোমিন মেহেদী
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামাতে তৈরি হোন। ঘরে বাইরে যে যেখানে আছেন, স্ব স্ব অবস্থান থেকে প্রতিবাদ জানান। দুর্নীতি থামাতে ব্যথ হওয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আর তাই নতুন প্রজন্ম মনে করে অন্তত এই পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য কমাতে না পারেন স্থিতিশীল রাখুন। জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্য, বাড়ি ও গাড়ি ভাড়া কমানোর দাবীতে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলপূর্ব সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন। নতুনধারা বাংলাদেশ-এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব চঞ্চল মেহমুদ কাশেম, ভাইস চেয়ারম্যান ডা. নূরজহান নীরা, সিনিয়র যুগ্ম মহাসচিব মাহামুদ হাসান তাহের, যুগ্ম মহাসচিব ইব্রাহিম খলিল প্রধান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক চাঁদ আহমেদ জীবন, সহ-সম্পাদক এস এম সুলতান, সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, রুবেল হাসান, প্রহর খান, মো, নাসিম বক্তব্য রাখেন। বক্তারা এসময় বলেন, বিশ্বের কোন দেশে রমজানে দ্রব্যমূল্য না বাড়লেও বাংলাদেশে কসাইতে পরিণত হয় ব্যবসায়ীরা। শুধু রমজান মাসেই এই অবস্থা, তা নয়; সারা বছর বিভিন্ন অজুহাতে দ্রব্যমূল্য, বাড়ি ও গাড়ি ভাড়া বাড়ায় আমাদের রাজনৈতিক দেশে স্বাধীনতা বিরোধী-সন্ত্রাসী-জঙ্গী ও মধ্যভোগীচক্র। যখন যে সরকার ক্ষমতায় আসেন, সে সরকারই এদেরকে লালন পালন করে। আর একারনেই দুর্নীতি বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে দ্রব্যমূল্য ও বাড়ি ভাড়া।

Post Views:
১,১৫৬
|
|