বেলা বাড়ার সাথে সাথে রঙ খেলায় মেতে ওঠে সকল বয়সের মানুষ
দোল উৎসবে বরিশাল নগর জুড়ে রঙের মেলা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্নিমা উৎসব পালিত হয়েছে। উৎসবকে ঘিরে বৃহস্পতিবার নগরীর প্রায় প্রতিটি কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সহ নগর জুড়ে রঙের খেলায় মেতে ওঠে সবাই। সকাল বিকাল থেকেই শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত সকল বয়সি সনাতন ধর্মাবম্বিদের মধ্যে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। সরেজমিনে দেখাগেছে, নগরীর প্রায় প্রতিটি এলাকাতেই আয়োজন করা হয় দোল উৎসবের। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে ছিলো দোল উৎসবের নানান আয়োজন। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্যোগে দোল উৎসব পালন হয়। এই উৎসবকে ঘিরে রঙ খেলায় মেতে ওঠে সবাই। দিন ভর রঙ খেলা শেষে সন্ধ্যায় বিভিন্ন কলেজ ও পাড়া মহল্লায় অনুষ্ঠিত হয় ডিজে পার্টি। যেখানে ধর্ম-বর্ন নিবিশেষে উৎসবে অংশ নেন বিভিন্ন পর্যায়ের মানুষ। এদিকে নগরীর মন্দিরগুলোতেও দোল উৎসবের আয়োজন ছিলো। প্রতিটি মন্দিরেই হয়েছে প্রার্থনা ও দেবীর আরাধণা।পরে হয় রঙ খেলা। নগরীর ঐতিহ্যবাহী শংকর মঠ সহ অন্যান্য মন্দিরগুলোতে রঙ খেলায় উদ্বেলিত হয়ে উঠতে দেখা যায় সনাতন ধর্মাবলম্বী তরুন-তরুনী ও শিশু-কিশোর সহ বিভিন্ন বয়সের মানুষকে। শংকর মঠ পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক আকাশ দাস বলেন, দোল উৎসব উপলক্ষে সকাল থেকেই গান বাজনার আয়োজন ছিল। বেলা বাড়ার সাথে সাথে রঙ খেলায় মেতে ওঠে সকল বয়সের মানুষ। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই গতকাল উদযাপিত হয় দোল উৎসব।