Current Bangladesh Time
মঙ্গলবার মার্চ ২৫, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দেশের গণ্ডি পেরিয়ে হিন্দি ছবিতে এবার হিরো আলম 
Monday November 19, 2018 , 1:14 pm
Print this E-mail this

‘বিজু দ্য হিরো’ নামের এই ছবিটি পরিচালনা করবেন প্রভাত কুমার

দেশের গণ্ডি পেরিয়ে হিন্দি ছবিতে এবার হিরো আলম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোচনায় আসা আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার দেশের গণ্ডি পেরিয়ে হিন্দি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। অবিশ্বাস্য হলেও সত্য। ২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তির একটি বলিউড ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘বিজু দ্য হিরো’ নামের এই ছবিটি পরিচালনা করবেন প্রভাত কুমার। এ বিষয়ে বুধবার দুপুরে পরিচালক প্রভাত কুমার ও হিরো আলমের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। আগামী ডিসেম্বর থেকে ভারতের রাঁচি শহরে ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হবে বলে জানা গেছে। ছবিটিতে ‘মূক’ চরিত্রে অভিনয় করবেন হিরো আলম। পুরো ছবিটার গল্প আবর্তিত হবে তাকে ঘিরে। এতে একজন বলিউড অভিনেত্রী অভিনয় করবেন। তবে তার নাম এখনও জানা যায়নি। সোশ্যাল মিডিয়া থেকে আকস্মিকভাবে আলোচনায় উঠে আসেন এই হিরো আলম। এরপর বগুড়া থেকে ঢাকায় এসে একের পর মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ‘মার ছক্কা’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তবে এবার সবকিছুকে ছাড়িয়ে হিন্দি ছবিতে ডানা মেলতে যাচ্ছেন আলোচিত এই অভিনেতা। বলিউডের পর টলিউডেও দেখা যাবে বগুড়ার সেই হিরো আলমকে। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে কলকাতায় মুক্তি পাচ্ছে হিরো আলম অভিনীত ‘পাখি দ্য ভাইরাস’। এতে হিরো আলমের নায়িকা প্রিয়াঙ্কা সিং। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ ব্যানার্জি। ‘পাখি দ্য ভাইরাস’ আরও অভিনয় করেছেন চিন্ময়, পূজা বিশ্বাস, শান্তনা, পাখি ও টাইগার রাজিব। ছবিটি নিয়ে হিরো আলম বলেন, ছবির গল্পটা ভালো। আমাকে কেন্দ্র করেই ছবির গল্প তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে ভোর পর্যন্ত আইটেম গানের শুটিং করেছি। কলকাতার মানুষজন আমাকে এখানে সমাদর করছে।




Archives
Image
চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে : ড. ইউনূস
Image
বরিশালে ছিনতাই মামলায় ছাত্রদল নেতা কারাগারে
Image
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বরিশালে কঠোর অবস্থানে বিআরটিএ
Image
ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সন্‌জীদা খাতুন আর নেই
Image
সচিবালয় এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০