বরিশালে সংবাদপত্রে দায়িত্বরত কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে এই সংগঠনটি
দৃস্টান্ত স্থাপন করলো বরিশাল সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদ
অনেক সময়ই শোনাযায় নেতারা নিজেদের পেটপুরে আগে খায়। কর্মীরা পেল আর না পেল। এমন প্রবাদকে ভেঙ্গে দৃস্টান্ত স্থাপন করলো বরিশাল সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদ। কমিটিতে থাকা কেউই কোন সাহায্য গ্রহন করলেন না। অনুদানের সকল শীতবস্ত্র বিতরণ করলেন সাধারণ সদস্যদের মাঝে। এমন দৃশ্য দেখে অভিভুত অতিথি সহ সংস্লিষ্টরা।
গতকাল বিকেল ৫টায় বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট শহীদুল ইসলাম, শের-ই-বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ ইকবালুর রহমান সেলিম, দৈনিক দখিনের মুখ’র প্রকাশক রেশমা ইয়াসমিন, দৈনিক সাহসী বার্তা’র সম্পাদক প্রকাশক নিকুঞ্জ বালা পলাশ, জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় জনকল্যাণ সচিব ও দৈনিক দখিনের মুখ’র বিশেষ প্রতিবেদক মোঃ মামুন-অর-রশিদ প্রমুখ। সভাপতিত্ব করেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরিশাল সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদ’র প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান কামাল। তাছাড়া সংগঠনের সভাপতি আসুদুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক খান মোঃ রিয়াজ সহ প্রায় সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এই শীতবস্ত্র ক্রয়ে বিশেষ আর্থিক অনুদান দেওয়ায় দৈনিক দখিনের মুখ’র প্রকাশক রেশমা ইয়াসমিনকে অতিথিবৃন্দ ধন্যবাদ ও সদস্যরা কৃতজ্ঞতা জানান। শীতবস্ত্রগুলো সংগঠনের কমিটিতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা না নিয়ে সাধারণ সদস্যদের মাঝে বিতরণ করেন। এ সময় বক্তারা বলেন, বরিশালে সংবাদপত্রে দায়িত্বরত কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে এই সংগঠনটি। সংবাদপত্রের মালিক ও সাংবাদিকরা এসব সদস্যদের কল্যাণে আরো সচেষ্ট হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে এই সংগঠনটিকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।