মুক্তখবর ডেস্ক রিপোর্ট : একটি গানের শুটিং হলেই শেষ হবে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। এই সিনেমায় প্রথমবার চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। চলতি বছর দুর্গাপূজা উপলক্ষে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন এর পরিচালক।
দেবাশীষ বিশ্বাস বলেন, ‘সাধারণত দুর্গাপূজাকে সামনে রেখে আমাদের দেশে সিনেমা মুক্তি দেয়ার রেওয়াজ কম। তবে আমি মনে করি পূজাতেও অনেক দর্শক প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে ভিড় করেন। তাই দুর্গাপূজায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তি দেয়ার জন্য প্রযোজনা সংস্থাকে আমি প্রস্তাব দিয়েছি। তারা সম্মতি দিয়েছে।’ ‘সবকিছু ঠিক থাকলে পূজা উপলক্ষে ৪ অথবা ১১ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে’, যোগ করেন তিনি। এতে অপু-বাপ্পি ছাড়াও আরও অভিনয় করেছেন-সাদেক বাচ্চু, কাবিলা, হারুন কিসিঞ্জারসহ অনেকে। প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। ২০০১ সালে রিয়াজ-শাবনূর অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ মুক্তি পায়। সুপারহিট এই সিনেমার নামের সঙ্গে মিল রেখে পরিচালক নতুনটির নাম রেখেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। তবে তিনি জানান, নতুন সিনেমাটি আগেরটির সিক্যুয়েল নয়।