Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৭:৩৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দুই দিনব্যাপী বরিশালে বীমা মেলা শুরু 
Thursday November 24, 2022 , 3:50 pm
Print this E-mail this

‘জীবন ও সম্পদের ঝুঁকি নিরসনে বীমা করি প্রতি জনে’-স্লোগানে

দুই দিনব্যাপী বরিশালে বীমা মেলা শুরু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘জীবন ও সম্পদের ঝুঁকি নিরসনে বীমা করি প্রতি জনে’-স্লোগানে বরিশালে এই প্রথম বার শুরু হয়েছে দুই দিনব্যাপী বীমা মেলা। বৃহস্পতিবার (নভেম্বর ২৪) বঙ্গবন্ধু উদ্যানে বীমা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়ে উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সবার জন্য উন্মুক্ত ও প্রবেশ ফি মুক্ত এ মেলা চলবে ২৪ ও ২৫ নভেম্বর সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আইডিআরএ ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত এ মেলার সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এবং বীমা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। মেলায় ১১০ টি স্টলে দেশের ৮১ টি বীমা প্রতিষ্ঠানের স্টল রয়েছে। এই সময় দর্শনাথীরা মেলা প্রাঙ্গণের আসা বিভিন্ন স্টল থেকে বীমার বিষয়ে জানতে পারবেন। বীমা মেলা উপলক্ষে সকাল থেকেই বীমা গ্রাহক ও দর্শনার্থীরা আসতে শুরু করে মেলা প্রাঙ্গণে। এদিকে দর্শনার্থীদের দৃষ্টি কাড়তে বর্ণিল সাজে সাজানো হয়েছে মেলার স্টলগুলো। দৃষ্টিনন্দন এসব স্টলের সামনে উৎসুক দর্শনার্থীদের গ্রুপ ছবি ও সেলফি তুলতে দেখা গেছে। নিয়ন্ত্রক সংস্থাসহ সরকারি-বেসরকারি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর মূখ্য নির্বাহীসহ কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত রয়েছেন মেলা প্রাঙ্গণে।




Archives

Image
বরিশাল থেকে ৩০০ মেট্রিক টন ইলিশ যাবে কলকাতায়
Image
ভোটাধিকার ফিরিয়ে আনতে সোচ্চার দেশের মানুষ : শিরিন
Image
বরিশালে দুই বাসের সংঘর্ষ : বৃদ্ধা নিহত, আহত ২৫
Image
পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ঠেকাতে হটলাইন চালু
Image
রোহিঙ্গা প্রত্যাবাসনে সম্মিলিত প্রচেষ্টা আরও বহুগুণ বাড়াতে হবে : প্রধানমন্ত্রী