ছবিগুলো দেখলে সাধারন মানুষের মনে হবে তার স্ত্রী, তার প্রেমিকা এ রকম ঘনিষ্ট এসব সর্ম্পক
দির্ঘা ইউনিয়ন চেয়ারম্যানের আপত্তিকর ছবি নিয়ে তোলপাড় নাজিরপুর!
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দির্ঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশুতোষ বেপারী এর সাথে এক নারীর ঘনিষ্ট মুহুর্তের ছবি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। ছবিটি দেখে নানান জন নানান মত প্রকাশ করেছেন একজন জন প্রতিনিধি কিভাবে এসব কাজ করতে পারেন সে বিষয়ও অনেকে বলেছেন। ছবিগুলো দেখলে সাধারন মানুষের মনে হবে তার স্ত্রী, তার প্রেমিকা এ রকম ঘনিষ্ট এসব সর্ম্পকের সাথেই মানায়। ফেসবুকে বিভিন্ন মন্তব্যের মধ্যে তার বিরুদ্ধে মন্তব্য ছিল বেশী তার চরিত্র নিয়ে মন্তব্য করা হয়েছে। এই ধরনের আপত্তিকর ছবির বিষয়ে জানতে চাইলে আশুতোষ বেপারী বলেন, আমি একজন অবিবাহিত লোক আমার একজন বন্ধু থাকতেই পারে, তার সাথে আমার সম্পর্ক ছিল এখন নেই। আমাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার প্রতিপক্ষ এসব করছে।