নিজস্ব প্রতিবেদক : আসন্ন বরিশাল সিটি নির্বাচনে মহানগর আওয়ামলীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্-কে সমর্থন করে দলীয় মনোনয়ন দাবী করলেন বরিশাল মহানগর পূজা উদযাপর পরিষদের নেতৃবৃন্দ।শনিবার রাত ১০ টায় বরিশাল ধর্মরক্ষিনী সভা গৃহে বরিশাল মহানগর পুজা উদযাপর পরিষদের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহন অনুষ্ঠানে এ দাবী জানানো হয়।বরিশাল মহানগর পুজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দে নারুর সভাপতিত্বে পরিচিতি সভা ও শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ বলেন, আমি বরিশালকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে চাই।বরিশাল হবে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বরিশাল।তিনি বলেন, অতি অল্প সময়ে বরিশাল বাসীর ভালোবাসায় তিনি মুগ্ধ হয়েছেন।তাই আগামি দিনে সুযোগ পেলে জনগনের সেবক হয়ে কাজ করতে চান।এসময় বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ আমাদের সুখে-দু:খের সাথী।বরিশাল মহানগর পুজা উদযাপন পরিষদ সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্-কে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন করে।আগামী নির্বাচনে আমরা তাকে বরিশালের মেয়র হিসেবে দেখতে চাই।এমনকি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্-কে দলীয় মনোনয়ন দেয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আহবান জানান বক্তারা।এসময় জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, মানবেন্দ্র বটব্যাল, দিলীপ ঘোষ, মৃনাল কান্তি সাহা, মানিক মুখার্জী কুডু, পুস্প চক্রবর্র্তি, সুরঞ্জিত দত্ত লিটু ও দিলীপ কুমার ঘোষ প্রমুখ বক্তারা বক্তব্য রাখেন।