Current Bangladesh Time
রবিবার এপ্রিল ২০, ২০২৫ ১২:৩৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দক্ষিণাঞ্চলের ৩০ লক্ষাধিক মানুষের স্বপ্নপূরণে এক ধাপ এগিয়ে 
Friday September 7, 2018 , 5:52 pm
Print this E-mail this

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিনাঞ্চল হবে উন্নয়নের রোল মডেল

দক্ষিণাঞ্চলের ৩০ লক্ষাধিক মানুষের স্বপ্নপূরণে এক ধাপ এগিয়ে


মোঃ জয়নুল আবেদীন : পায়রা নদীতে সেতু নির্মাণে ক্ষতিগ্রস্তদের জরিপ করে তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ। ফলে সেতু নির্মাণ কাজ এক ধাপ এগিয়ে যাওয়ায় দক্ষিণাঞ্চলের ৩০ লক্ষাধিক মানুষের স্বপ্নপূরণ হতে চলছে। শুক্রবার এ চিঠির খবরে আমতলী মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। পায়রা সমুদ্র বন্দর হতে মংলা সমুদ্র বন্দরের সংযোগ সহজীকরন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী সংসদীয় আসন আমতলী-তালতলী’র সাথে জেলা শহর বরগুনার যোগাযোগের জন্য পায়রা নদীর উপর সেতু নির্মাণের প্রস্তাব চুড়ান্তভাবে অনুমোদন দিয়েছে একনেক। উন্নয়নের মহাসড়কে যুক্ত হতে যাচ্ছে আমতলী-বরগুনা। আমতলীর পায়রা নদীর এ সেতুটি নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নামে পরিচিত হবে। এ অঞ্চলের মানুষের প্রাণের দাবী ছিল পায়রা নদীতে সেতু নির্মাণ। সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের ৩০ লক্ষাধিক মানুষের স্বপ্নপূরণ হবে। সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেতু মন্ত্রণালয়কে পায়রা নদীতে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইসহ সকল কার্যক্রমের নির্দেশ দেয়। সেতু নির্মাণের কাজকে দ্রুত গতিতে এগিয়ে নেয়ার জন্য সেতু বিভাগ পায়রা নদীতে সেতু নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে“ STUP consultants pvt.Ltd. in joint venture with development design consultants Ltd, dev-consultants Ltd.and cowi UK Ltd” কে নিয়োগ প্রদান করেন। এ পরামর্শক প্রতিষ্ঠান বর্তমানে প্রস্তাবিত সেতুর সংযোগ সড়কের দু’পাশে অধিকৃত জায়গাতে অবস্থিত স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান ও গাছপালার উপর আর্থ সামাজিক জরিপ এবং জমির মূল্য নিধারণী জরিপ পরিচালনা করার নির্দেশ দিয়েছেন সেতু বিভাগ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের ৪ ব্রীজ সম্ভাব্যতা যাচাই প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ তোফাজ্জেল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। ওই চিঠিতে পরামর্শক প্রতিষ্ঠানকে জরিপ কাজে সহযোগিতা করার জন্য আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান ও চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। দক্ষিণাঞ্চলের যোগাযোগ, ব্যবসা-বানিজ্য, শ্রম বাজার, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানুষের আর্থ- সামাজিক উন্নয়নে পায়রা নদীর সেতু হবে নতুন দিগন্তের শুভ সুচনা। পায়রা সমুদ্র বন্দর ও মংলা সমুদ্র বন্দরের মাঝে তৈরি হবে একটি মেল বন্ধন। অল্প খরচে পায়রা সমুদ্র বন্দর থেকে মংলা সমুদ্র বন্দরে পন্য আনা ও নেয়া করা যাবে। দক্ষিণাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। বরগুনার ও আমতলীর মাঝে সাড়ে তিন কিলোমিটার পায়রা নদীর ফেরী পাড় হতে যানবাহনগুলোকে এখনও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। সেতু নির্মাণ হলে ওই সড়কে চলাচলে মানুষের আর ভোগান্তি পোহাতে হবে না । আমতলীর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান সেতু নির্মাণে জরিপ কাজে সহযোগিতার কথা স্বীকার করে বলেন, এ সেতু হবে দক্ষিণাঞ্চলবাসীর জন্য আর্শ্বিবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিনাঞ্চল হবে উন্নয়নের রোল মডেল। এ সেতু নির্মাণ হলে আমতলী হবে অর্থনৈতিক জোন।

সূত্র : আমাদের সময়.কম




Archives
Image
দিনাজপুরে ভবেশের মৃত্যু: ভারতীয় মিডিয়া বলছে ‘হত্যাকাণ্ড’, নিশ্চিত নয় পরিবার
Image
ফয়জুল করিমকে বরিশালের মেয়র ঘোষণার দাবিতে সমাবেশ ও গণমিছিল
Image
বরিশালে ব্যতিক্রমী আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত
Image
মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন বরিশাল নগরীর বাসিন্দারা
Image
ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা