|
সামনে আমাদের জাতীয় নির্বাচন, আমরা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি
টেকনিক্যাল ফর্মুলা বুঝি না, আমি কাজে বিশ্বাসী-বরিশাল বিভাগীয় নবাগত বিভাগীয় কমিশনার
নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগীয় নবাগত বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস বলেছেন, সামনে আমাদের জাতীয় নির্বাচন। আমরা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি সেজন্য এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে। আপনাদের কাজের মাধ্যমে একজন দেশ প্রেমীক কর্মকর্তা হিসাবে নিজেকে গড়ে তুলবেন। তিনি আরো বলেন, যেখানে মানুষ নিরাপদ নয় সেখানে যতই সুখ থাকুক সে সুখ কোন কাজেই আসে না। এজন্যই পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটি মানুষের নিরাপত্তার জন্য কাজ করছে সে কারনে তাদের সর্বত্র সহযোগীতা করার জন্য সকলকে সহযোগীতা করতে হবে। মঙ্গলবার (৪ই সেপ্টেম্বর) সকালে বরিশাল সার্কিট হাউজ মিলনায়ত সভা কক্ষে বরিশাল বিভাগীয় প্রর্যায়ের সকল স্তরের সরকারী কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভার প্রধান অতিথি হিসাবে তিনি একথাগুলো তাদে উদ্যেশে বলেন। বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নিজ নিজ দপ্তরের পক্ষে কথা বলেন বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, বরিশাল রেঞ্জ উপ-মহা পুলিশ পরিদর্শকের পক্ষে তার প্রতিনিধি পুলিশ সুপার হাবিবুর রহমান, বরিশাল র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব ৮) এর সিইও আতিকা ইসলাম, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন, সামরিক গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) বরিশাল ডিডি কর্নেল শরিফুজ্জামান, সহ স্থানীয় সরকার অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড বরিশাল শিক্ষা বোর্ড, মৎস্য বিভাগ, কৃর্ষি বিভাগ, আয়কর বিভাগ ও বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে দেয়া বক্তব্য মনোযোগ দিয়ে তিনি শোনেন। পড়ে নবাগত বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস তাদের বক্তব্যের জবাবে বলেন, আমি কোন টেকনিক্যাল ফর্মুলা বুঝি না, আমি কাজে বিশ্বাসী। তিনি আরো বলেন যেখানে কোন সড়ক নেই সেখানে সভ্যতা থাকতে পারে না। আমরা কোন দায় মাথায় নিয়ে কাজ করতে চাই না। আমাদের দেশে একটি কথা প্রভাদ আছে যেখানে হয় জরিপ সেখানের মানুষ হয় গরিব আমরা দূর্নাম ঘুছাতে চাই। নবাগত বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস বরিশালের স্বাস্থ্য, শিক্ষা, সড়ক, পানি উন্নয়ন, কৃর্ষি, মৎস্য ও আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল প্রর্যায়ের সরকারী কর্মকর্তাদের কাছে সহযোগীতা চাইলেন তেমনি তাদের সকল সমস্যা মূলক কাজের সমাধানের জন্য তিনি কাজ করে যাবেন বলেও অঙ্গিকার করেন।
Post Views:
৯৬৬
|
|