প্রচ্ছদ » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে ডাকাতি ও হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কুপিয়ে হত্যা
Saturday September 7, 2024 , 6:49 pm
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ
ঝালকাঠিতে ডাকাতি ও হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কুপিয়ে হত্যা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট শেখেরহাট বাজারে সাঈদুর রহমান স্বপন (৫৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাঈদুর রহমান স্বপন শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের প্রয়াত মতিউর রহমানের ছেলে। তিনি ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তবে অনেকদিন ধরে তিনি জামিনে ছিলেন বলে জানায় পুলিশ। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে শেখেরহাট বাজারে স্বপনকে চার হাত ও পায়ের রগ কেটে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। দুপুর সাড়ে ১২টায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যা ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। স্থানীয়রা জানায়, এর আগে সকাল সাড়ে ৯টায় একটি জানাজা নামাজে উপস্থিত হয়ে নিজের জীবনের ভুল ত্রুটির জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছিলেন স্বপন।