দেশব্যাপী চলছে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং কার্যক্রম
ঝালকাঠিতে ‘জাতিসংঘে বাংলা চাই’ ভোটিং শুরু
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেয়ার দাবিতে ঝালকাঠিতে অনলাইন ভোটিং উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঝালকাঠি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. আ জ ম রুহুল কাদির। বক্তৃতাকালে তিনি উপনিবেশিক আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন ও প্রাপ্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বিশ্লেষণধর্মী আলাচেনা করেন। বিশেষ অতিথি ঝালকাঠির ভাষা সৈনিক লাইলী বেগম ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ৪র্থ শ্রেণিতে পড়ুয়া অবস্থায় ভাষা আন্দোলনে অংশ নেয়ার স্মৃতিচারণ করে বক্তৃতা করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, প্রবীণ শিক্ষক শ্যামল সরকার, আলী হায়দার তালুকদার, অজানা বার্তা সম্পাদক এসএমএ রহমান কাজল, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত। জাগো নিউজের ঝালকাঠি জেলা প্রতিনিধি মো. আতিকুর রহমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আলোচনা সভা শেষে প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মিলনায়তনে শেষ হয়। দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপের সহযোগিতায় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম এর আয়োজনে দেশব্যাপী চলছে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং কার্যক্রম।