|
হাইকেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান
জেলা প্রশাসক হাবিবুর রহমানের বানারীপাড়া হাইকেয়ার স্কুল পরিদর্শন
মোঃ আনিছুর রহমান মিলন : বানারীপাড়ায় বরিশাল জেলা প্রশাসক জনাব মোঃ হাবিবুর রহমান বধিরদের কথা বলার স্কুল (হাইকেয়ার স্কুল) পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, জনাব মোঃ সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার, জনাব মোঃ আবুল কালাম আজাদ, উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, বরিশাল, জনাব মোঃ শরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, বানারীপাড়া, জনাব মোঃ আনোয়ার হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব মোঃ জাহাংগীর আলম, জেলা নির্বাহী প্রকৌশলী, ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট, বরিশাল, জনাব এস এম ইকবাল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সভাপতি বরিশাল প্রেস ক্লাব, বানারীপাড়া পৌর সভার তিন তিনবার নির্বাচিত সাবেক সফল পৌর মেয়র ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা এবং এ্যাডঃ সুভাষ চন্দ্র শীল, মেয়র বানারীপাড়া পৌরসভা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবৃন্দ। প্রধান অতিথি জনাব মোঃ হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, জাতীর জনক বংগবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য নিরলস-ভাবে কাজ করে যাচ্ছেন, সাথে সাথে তার দুই সন্তানকেও এদেশের মানুষের সেবায় নিয়োজিত করেন। তার পুত্র সজীব ওয়াজেদ জয় এদেশকে আধুনিকায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার মূখ্য ভূমিকা পালন করে যাচ্ছেন। সাথে সাথে তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে অটিজমদের জন্য কাজ করতে উৎসাহিত করেছেন। বঙ্গবন্ধুর যেমন এদেশের মানুষের উন্নতি করতে তার জীবন যৌবন উৎসর্গ করে কাজ করে গেছেন তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও ঠিক সেভাবেই কাজ করে যাচ্ছেন এবং তার সন্তানদেরকেও সেভাবে গড়ে তুলছেন। বানারীপাড়া হাইকেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা (অবঃ প্রধান শিক্ষক) জনাব হাই বখশ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়াও জেলা প্রশাসক জনাব মোঃ হাবিবুর রহমান বাইশারী বালিকা বিদ্যালয়, জসিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এবং বাইশার ডিগ্রী কলেজ পরিদর্শন করেন।
Post Views:
১,৩৭৬
|
|