|
সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করেছে, ‘বাংলাদেশ ম্যাজিক ফেডারেশন’
জুয়েল আইচ – এর সংবর্ধনা ও জাদু সন্ধ্যা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের একুশে পদক প্রাপ্ত বিশ্ব বরণ্যে জাদুশিল্পী জুয়েল আইচ – এর সংবর্ধনা ও জাদু প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ২৮ ডিসেম্বর বিকাল ৩ টায় জাতীয় নাট্যশালা (মূল হল), শিল্পকলা একাডেমী, সেগুন বাগিচা, ঢাকা – মঞ্চে।
সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করেছে, ঢাকার অন্যতম একটি জাদু সংগঠন -‘বাংলাদেশ ম্যাজিক ফেডারেশন’।
উল্লেখ্য, অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত।
বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে এই জাদুশিল্পীকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।
Post Views:
১,৭৪০
|
|