প্রচ্ছদ » স্লাইডার নিউজ » জিয়াউল হক মিন্টু বানারীপাড়া খলিসাকোঠা হাইস্কুলের সভাপতি নির্বাচিত
Tuesday June 12, 2018 , 7:59 pm
স্কুলের শিক্ষক ও কর্মচারীবৃন্দ নূতন সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান
জিয়াউল হক মিন্টু বানারীপাড়া খলিসাকোঠা হাইস্কুলের সভাপতি নির্বাচিত
বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুরের খলিসাকোঠা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সলিয়াবাকপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল হক মিন্টু। গতকাল সকাল ১০ ঘটিকার সময় স্কুলের সভাকক্ষে বানারীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা আলমের সভাপতিত্বে উপস্থিত ৯জন সদস্য সভাপতি নির্বাচনে অংশ নেন। প্রথমত জিয়াউল হক মিন্টু ছাড়া অন্যকোন প্রার্থী ছিল না। অভিভাবক সদস্য মোঃ মফিজুর রহমান জিয়াউল হকের নাম প্রস্তাব করলে অভিভাবক সদস্য মোঃ আনোয়ার হোসেন খান সমর্থন করেন। এরপর দাতা সদস্য মুজিবুল ইসলাম টুকু মোঃ হাবিবুর রহমানের নাম প্রস্তাব করে এবং মোঃ নিজাম আল মামুন সমর্থন করে। এ সময় সকল সদস্যরা হতভম্ব হয়ে যায়। এরপর উপস্থিত ৯জন সদস্যর মধ্যে ৭জন সদস্য জিয়াউল হক মিন্টু’র পক্ষে সমর্থন করেন এবং জিয়াউল হক মিন্টু সভাপতি নির্বাচিত হন। পরিশেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা আলম তার বক্তব্যে শিক্ষার গুনগত মানউন্নয়নে ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করার আহ্বান জানিয়ে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে নূতন সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। এ সময় স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলি আজিম খান ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। স্কুলের শিক্ষক ও কর্মচারীবৃন্দ নূতন সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।