Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১৫, ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জাদুর রাজা ‘‘জুয়েল” – সুব্রত বিশ্বাস 
Friday January 29, 2021 , 3:14 pm
Print this E-mail this

জাদুর রাজা ‘‘জুয়েল” – সুব্রত বিশ্বাস


জাদুর রাজা ‘‘জুয়েল”

– সুব্রত বিশ্বাস (সম্পাদক ও প্রকাশক, বরিশাল মুক্তখবর)

লোমহর্ষক মনমাতানো জাদুর রাজা ‘‘জুয়েল”;
নিমিষেই সম্মোহনী দ্বারা মানুষকে করেন ঘায়েল।


‘বিপাশা’ নামের মেয়েটির মনে ছিল আশা;
জাদুর রাজা ‘‘জুয়েল”-কেই শুধু ভালোবাসা।

খালি গ্লাসে কেমন করে পূর্ণ হয় দুগ্ধ;
‘বিপাশা’-কে শূণ্য দেখে দর্শকরা হন মুগ্ধ।


একটানে ‘‘জুয়েল” ভালই ছবি আঁকে;
বাঁশী বাজান মধুর সুরে, জাদুর ফাঁকে ফঁকে।


পৃথিবীর সব জাদুই ‘‘জুয়েল”-এর এখন জানা;
বোকা বনেন দেখে জাদু, হয়ে যান সকলে কানা।
৭১’-এ জুয়েলের সব জাদু পুড়ে নস্ট হয়ে যায়;
ভেঙ্গে না পড়ার দরুন আজ জুয়েলেরই হল জয়।
‘‘জুয়েল”-এর ফিল্ড অনেকেই করতে চান নস্ট;
সাহসী ‘‘জুয়েল” বলেন হেসে – নেই তাতে কস্ট।


চারিদিকে এখন শুধু ‘‘জুয়েল”-রই জয়গান;
বলতে নেই মানা : ‘‘জুয়েল” যে বাংলারই ‘‘প্রাণ’’।




Archives
Image
বেনজীরের যুক্তরাষ্ট্র-মালয়েশিয়ার সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
Image
আগে সংস্কার তারপর নির্বাচন-পিরোজপুরে নাহিদ ইসলাম
Image
বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা : একাই দুই আসনে লড়বেন ফয়জুল করীম
Image
বরিশালে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ
Image
তথ্য ফাঁসের অভিযোগ, বরিশালে ডিবি কনস্টেবল ফারুক ক্লোজড