মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শিক্ষা জাতীয়করণের একদফা দাবিতে বরিশালে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশন। রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জেলা স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মামুন অর রশিদ, অধ্যক্ষ আবুল কাশেম, অধ্যক্ষ ফখরুল ইসলাম, অধ্যক্ষ আফরোজা বেগম প্রমুখ। বক্তারা অবিলম্বে জাতীয়করণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণের মধ্য দিয়ে শিক্ষার গুণগত মনোন্নয়ন করার জন্য সরকারের কাছে দাবি জানান। মানববন্ধন শেষে শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একদফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন।