Current Bangladesh Time
মঙ্গলবার মার্চ ২৫, ২০২৫ ৬:২৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বরিশালে যুবকদের অংশগ্রহনে কর্মশালা 
Tuesday April 10, 2018 , 9:03 pm
Print this E-mail this

কর্মশালায় বিভিন্ন ইয়ুথ ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বরিশালে যুবকদের অংশগ্রহনে কর্মশালা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বরিশালে যুব সমাজ, কিশোর-কিশোরী ও শিশুদের অংশগ্রহনে বিভাগীয় অভিজ্ঞতা বিনিময় কর্মশালা মঙ্গলবার বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ইউনিসেফ’র আয়োজনে কর্মশালায় ভোলা, পটুয়াখালী ও বরগুনার জেলা প্রশাসনের প্রতিনিধিগণ তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ নুরুল আলম। জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিজ’র সমন্বয়কারী শাকিলা ইসলামের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) হাবিবুল হক খান, বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহেদুজ্জামান, ইউনেসফ’র বিভাগীয় প্রধান এএইচ তৌফিক আহমেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, ইউনিসেফ’র প্রোগ্রাম অফিসার আব্দুল জলিল প্রমুখ। কর্মশালায় তৃণমূল পর্যায়ে যুবকদের অংশগ্রহণ, জলবায়ু অর্থায়নের স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিতকরন এবং সরকারী বিভিন্ন দপ্তরে যুবকদের অংশগ্রহণ নিশ্চিত করার সুপারিশ করা হয়। এছাড়ও ২০১৭ সালের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যুব সম্মেলনের প্রতিবেদন পর্যালোচনা করা হয়। কর্মশালায় বিভিন্ন ইয়ুথ ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।




Archives
Image
জীবিত অবস্থায় জাতীয় পুরস্কার দিতে চায় সরকার : প্রধান উপদেষ্টা
Image
জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : স্বরাষ্ট্রসচিব
Image
অপহরণের পর মুক্তিপণ আদায়ের চেষ্টা করা ৫ পুলিশ বরখাস্ত
Image
মার্কা দেখে নয়, মানুষ কাজ দেখে ভোট দেবে : সারজিস আলম
Image
হার্ট অ্যাটাক করেছেন তামিম, আছেন লাইফ সাপোর্টে