প্রচ্ছদ » স্লাইডার নিউজ » জব্দকৃত ভারতীয় শাড়ি ও থ্রি পিসের মূল্য কোটি টাকারও অধিক
Friday July 21, 2017 , 12:09 pm
বাবুগঞ্জে কোটি টাকার ভারতীয় শাড়ি-থ্রি পিস জব্দ
জব্দকৃত ভারতীয় শাড়ি ও থ্রি পিসের মূল্য কোটি টাকারও অধিক
বাবুগঞ্জে কোটি টাকার ভারতীয় শাড়ি-থ্রি পিস জব্দ
স্টাফ রিপোর্টার : বরিশালের বাবুগঞ্জ উপজেলার ছোট মীরগঞ্জ সংলগ্ন আড়িয়াল খাঁ নদে অভিযান চালিয়ে ট্রলার বোঝাই ভারতীয় শাড়ি ও থ্রি পিস জব্দ করা হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে এসব জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় শাড়ি ও থ্রি পিসের মূল্য কোটি টাকারও অধিক বলে জানিয়েছে পুলিশ।বাবুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আড়িয়াল খা নদীতে অভিযান চালায় পুলিশ।এ সময় একটি ট্রলারে অভিযান চালিয়ে ২০০ বান্ডিল (গাট) ভারতীয় শাড়ি ও থ্রি পিস জব্দ করা হয়। তবে পুলিশের অভিযান টের পেয়ে আগেই পালিয়ে যায় ট্রলারের চালকসহ স্টাফরা।ওসি আরও জানান, গণনার জন্য জব্দকৃত ভারতীয় শাড়ি ও থ্রি পিস থানায় আনা হয়েছে। এসব ভারতীয় শাড়ি ও থ্রি পিসের মূল্য কোটি টাকা ছাড়িয়ে যাবে। তবে গণনার পর সঠিক মূল্য বলা যাবে।