শুক্রবার ছুটির দিনে গণভবনের লনে এমনই এক অনিন্দ্য সুন্দর বিকেল কাটিয়েছেন প্রধানমন্ত্রী
ছুটির দিনে নাতি-নাতিদের সঙ্গে খুনসুঁটিতে প্রধানমন্ত্রী
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শত ব্যস্ততায় দিন পার করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছুটির দিনটিও কাটে একরকম ব্যস্ততার মধ্যেই। তবে সেই ব্যস্ততা কোনো দাপ্তরিক কাজের নয় বরং ছুটির দিনে নাতি-নাতনিদের নিয়েই আড্ডা – খুনসুঁটিতে মেতে থাকেন প্রধানমন্ত্রী।
কখনো নাতনির মাথার চুলে বেণী বাঁধা, আবার কখনো দূরন্তপনা নাতি-নাতনির সঙ্গে আড্ডা-খুনসুঁটিতে ব্যস্ত থাকেন সংসদ প্রধান। শুক্রবার ছুটির দিনে গণভবনের লনে এমনই এক অনিন্দ্য সুন্দর বিকেল কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সেই ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন তার ফেসবুক অ্যাকাউন্টে এমন দুটি ছবি পোস্ট করে লেখেন, ‘আজ বিকেলে গণভবনে নাতি-নাতনিদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সন্তান লীলা ও কাইয়ূস এর সাথে শেখ হাসিনা। সাধারণে অসাধারণ আমাদের আপা…’
বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর শ্রদ্ধা।
Post Views:
১,৭০৩
|