Current Bangladesh Time
সোমবার জুন ১৬, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার স্থিরচিত্র পুলিশের ওয়েবসাইটে আপলোডের আহ্বান 
Sunday February 9, 2025 , 3:19 pm
Print this E-mail this

পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন

ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার স্থিরচিত্র পুলিশের ওয়েবসাইটে আপলোডের আহ্বান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-আন্দোলনে ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ, আন্দোলনের ছবি পুলিশের ওয়েবসাইটে আপলোডের আহ্বান জানিয়েছে সদর দপ্তর। রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্ট গণ-আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনার তথ্য-প্রমাণ ও ডিজিটাল অ্যাভিডেন্স সংগ্রহের লক্ষ্যে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন, ক্যামেরায় ধারণ করা স্থির চিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে (andolonerchobi.police.gov.bd) আপলোড করার জন্য সবার প্রতি আহ্বান জানানো যাচ্ছে। একটি মোবাইল নম্বর দিয়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি করে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে। প্রতিটি ফাইল আপলোডের পূর্বে আপলোডকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। আপলোডকৃত ফাইলগুলো আপলোডকারীর মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করে দেখা যাবে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এই ওয়েবসাইটে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে।




Archives
Image
ডেঙ্গু ও করোনা সচেতনতায় বরিশালে মাঠে নামলো এনসিপি
Image
বরিশালে প্রথমবারের মতো করোনা শনাক্ত
Image
বরিশালে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে শ্যালিকাকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ
Image
করোনা-ডেঙ্গু : শিক্ষার্থীদের নিয়ে সর্বোচ্চ সতর্ক বরিশাল শিক্ষাবোর্ড
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু