Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৭, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ছাত্রলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী : শিক্ষার্থীদের ধ্বংসাত্মক কাজ সহ্য করা হবে না 
Saturday May 12, 2018 , 9:33 pm
Print this E-mail this

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যদিও স্বায়ত্তশাসিত; কিন্তু প্রতিটির খরচ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে

ছাত্রলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী : শিক্ষার্থীদের ধ্বংসাত্মক কাজ সহ্য করা হবে না


ছাত্রছাত্রীদের কোনোরকম ধ্বংসাত্মক কর্মকাণ্ড সহ্য করা হবে না জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি আমাদের ছাত্রদের বলতে চাই, কোনো ধ্বংসাত্মক কার্যক্রম চলবে না। ছাত্ররা শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর করবে তা আমি বরদাশত করব না। ফেসবুকভিত্তিক কোটা আন্দোলনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ করেছি। সেই ডিজিটাল বাংলাদেশ যেন শিক্ষাদীক্ষায় গ্রহণ করা হয় তার জন্য। অপব্যবহার করার জন্য নয়। গতকাল বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৯তম দ্বিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। গতকাল প্রধানমন্ত্রী তাঁর ভাষণে সমঝোতার মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দিয়ে বলেন, স্যাক্রিফাইস করা শিখতে হয়। এবার ছাত্রলীগ নেতৃত্বের বয়স ২৮ বছর ধরা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যদিও স্বায়ত্তশাসিত; কিন্তু প্রতিটির খরচ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নির্দেশ দেওয়া আছে, ভাঙচুরকারীরা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বাড়িতে ভাঙচুর করেছে! আমরাও তো আন্দোলন করেছি। ভিসির বাড়িতে ঢুকে লুটপাট করা, তার রুম ভাঙা, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা কোনো দিনও ঘটেনি। ইতিমধ্যে অনেকে ধরা পড়েছে, ধরা পড়বে। লুটপাটে যারা জড়িত তাদেরও ধরা হবে। এ ধরনের কোনো ঘটনা আমি আর চাই না। শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমি শিক্ষকদেরও বলব, শিক্ষকরা শিক্ষকদের বিরুদ্ধে লাগবেন আর তার ফল ছাত্ররা ভোগ করবে তা আমি চাই না। তিনি বলেন, দিনে-রাতে চার থেকে পাঁচ ঘণ্টা ঘুমাই। বাকি সময়টা তো দেশের কাজেই লাগাই। ছাত্রলীগের কমিটি নিয়ে তিনি বলেন, সবকিছুর সমাধান করতে জানি। কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করা কখনো বরদাশত করব না।

এর আগে বিকাল ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। তাঁকে অভ্যর্থনা জানান ছাত্রলীগের বিদায়ী সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন। প্রধানমন্ত্রী মঞ্চে ওঠার আগেই জাতীয় সংগীতের তালে তালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা হয়। এ সময় ছাত্রলীগের ১০৯টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকরা সংগঠনের পতাকা উত্তোলন করেন। পরে মঞ্চে উঠলে ছাত্রলীগের দুই সহসভাপতি নিশীতা ইকবাল নদী ও নুসরাত জাহান নূপুর ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রীকে। এ সময় প্রধানমন্ত্রী ‘স্মৃতির পাতায় ছাত্রলীগ’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। এর পরপরই ছাত্রলীগের সাংস্কৃতিক সংগঠন ‘মাতৃভূমি সাংস্কৃতিক সংসদ’-এর সাংস্কৃতিক উপস্থাপনা শুরু হয়। সংগঠনের শোকপ্রস্তাব উত্থাপন করেন ছাত্রলীগের দফতর সম্পাদক দেলোয়ার শাহজাদা। অভ্যর্থনা উপকমিটির আহ্বায়ক ইমতিয়াজ বাপ্পী অভ্যর্থনা জানিয়ে বক্তব্য দেন। আরও বক্তব্য দেন ২৯তম জাতীয় সম্মেলন প্রস্তুত উপকমিটির আহ্বায়ক কাজী এনায়েত ও প্রধান নির্বাচন কমিশনার আরিফুর রহমান লিমন। ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বিদায়ী সভাপতি হিসেবে আবেগঘন বক্তব্য দেন। সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সংগঠনের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। সম্মেলনের প্রথম অধিবেশনের মূল ফোকাস ছিল ২৯তম জাতীয় সম্মেলনের উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঞ্চে ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আগামী নির্বাচন সামনে রেখে যারা প্রথমবারের মতো তরুণ ভোটার হয়েছেন তাদের নৌকা প্রতীকে আকৃষ্ট করার নির্দেশনা দেন ছাত্রলীগকে।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়ে নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, আমি চাই সমঝোতার ভিত্তিতেই তোমরা তোমাদের নেতৃত্ব নিয়ে আসো। মনে রেখো, স্যাক্রিফাইস করা শিখতে হবে। ত্যাগ করা না শিখলে কিছু অর্জন করা যায় না। অর্জন তখনই করতে পারবা যখন কিছু দিতে পারবা। ছাত্রলীগ নেতৃত্বের বয়স গতবার আমরা ২৯ বছর করেছিলাম। এবার যেহেতু দুই বছরের কমিটির বয়স দুই বছর নয় মাস হয়ে গেছে, কাজেই এবার আমরা এক বছর গ্রেস দিতে পারি। এখন কোনো সেশনজট নেই। ২৩ থেকে ২৪ বছরের মধ্যে কিন্তু লেখাপড়া শেষ হয়ে যায়। দেশের প্রথম স্যাটেলাইট উেক্ষপণের উদ্যোগের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, গতকাল একটা দিন ছিল। সবার মনে আশা ছিল কাল রাতেই এটা উেক্ষপণ হবে। আপনারা জানেন, এটা অত্যন্ত সেনসিটিভ (স্পর্শকাতর) একটা বিষয়। সম্পূর্ণটাই কম্পিউটারাইজড। যখন রাতে শুরু হলো, জয়সহ আমাদের অনেকে সেখানে উপস্থিত। আমি তাদের বলেছিলাম, আমাকে ফোন করবে। তারা আমাকে ফোন করে বলেছিল, ১৫-২০ মিনিট পরে এটা হবে। ঠিক ১৫ মিনিট পর যখন শুরু হবে তখন আর হলো না।

স্যাটেলাইট উেক্ষপণ নিয়ে জাতিকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, এটা অরবিটে (কক্ষপথে) পৌঁছতে সময় লাগে। এটা লিঙ্ক করতে হয়। এ লিঙ্কটা হতে দুই থেকে তিন মাসের মতো লাগে। এটা নিয়ে কারও দুশ্চিন্তার কিছু নেই। ইনশা আল্লাহ স্যাটেলাইট অবশ্যই উেক্ষপণ হবে। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট আকাশে যাবে। আমরা যে আকাশও জয় করেছি, এটা সব থেকে বড় ব্যাপার। আমি অন্তত এটুকু বলব, কেউ যেন আবার মন খারাপ না করে। মন খারাপ আমারও হয়েছিল, মাত্র ৪৬ সেকেন্ডের জন্য আমাদের স্যাটেলাইট উড়তে পারল না। তবে এটা খুবই স্বাভাবিক ঘটনা। কোনো অস্বাভাবিক নয়। আমরা এটা অবশ্যই পেয়ে যাব। সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে শিক্ষার্থীদের দূরে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, জঙ্গিবাদ সন্ত্রাস মাদক থেকে দূর থাকতে হবে। এ ধরনের কাজে কেউ যদি জড়িত থাকে, তাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করতে হবে। ইতিমধ্যে আমি র‌্যাবসহ সবাইকে বলে রেখেছি, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ছাত্রলীগকে কল্যাণমূলক কাজের পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, আমি ছাত্রলীগের ছেলেদের বলব, রাস্তা কীভাবে পার হতে হয়, কীভাবে রাস্তায় চলতে হয় তাও জানতে হবে। নিয়মটা মানতে হবে সবাইকে। আরেকটি বিষয় হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। নিজের ক্যাম্পাস ও নিজের জায়গায় একটা ফুলের গাছ লাগাবে, একটু বৃক্ষরোপণ করবে। পাশাপাশি ছুটিতে নিজের এলাকায় গেলে ছেলেমেয়েদের অক্ষরজ্ঞান দেওয়া নিজেদের দায়িত্ব। নিজ নিজ এলাকায় গেলে এটা করতে হবে। কমিউনিটি ক্লিনিকে মানুষ কী সেবা পাচ্ছে। দরকার হলে সেখানে ভলানটিয়ার সার্ভিস দিতে হবে। সরকারের বিভিন্ন প্রকল্পে কোথাও দুর্নীতি হচ্ছে কিনা তাও দেখতে হবে। নেতা কেউ বানিয়ে দিলেই হবে না, নিজের কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা-বিশ্বাস অর্জন করেই নেতৃত্ব অর্জন করতে হয়। আমার বয়স ৭১ বছর। তোমরা আমার নাতি-নাতনির বয়সী। তোমাদেরই দেশটা এগিয়ে নিয়ে যেতে হবে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন




Archives
Image
দুর্গাপূজায় স্কুল-কলেজ বন্ধ টানা ১১ দিন, অফিস ৩ দিন
Image
গ্রাহককে পিটিয়ে রক্তাক্ত, স্টার কাবাবের ম্যানেজারসহ গ্রেপ্তার ১১
Image
বরিশালে অফিস কক্ষ থেকে ভূমি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার!
Image
বরিশালে সিটি কর্পোরেশন এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাট ও উত্তোলন
Image
কারসাজি করে বাড়ানো হয়েছে ডিমের দাম