প্রচ্ছদ » স্লাইডার নিউজ » ছয় দফা দাবীতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী
Sunday November 3, 2024 , 4:07 pm
বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদ
ছয় দফা দাবীতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ছয় দফা দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী করেছে মেডিকেল টেকনোলজির শিক্ষার্থীরা। রবিবার বেলা ১২টায় নগরীর বান্দ রোডে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদ বরিশাল আইএইচটি শাখার ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেনীর গেজেটেড) পদমর্যাদা প্রদান করে WHO এর আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করাসহ ৬দফা দাবী জানান শিক্ষার্থীরা। তাদের অন্যান্য দাবীগুলো হলো-গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকুরীজীবিদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করা এবং ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে একটি বিশ্ববিদ্যালয় সহ সকল আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করা। মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করা। এছাড়া বি ফার্ম সহ সকল অনুষদের বি এস সি ও এম এস সি কোর্স চালু করা এবং স্কলারশিপ প্রশিক্ষণ ভাতা চালু করার দাবীও জানান এসব শিক্ষার্থীরা।