Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চীনের সহায়তার হাসপাতাল বরিশালে নির্মাণের দাবি 
Sunday April 20, 2025 , 1:21 pm
Print this E-mail this

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবি

চীনের সহায়তার হাসপাতাল বরিশালে নির্মাণের দাবি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ, চীনের দেয়া তিনটি বিশেষায়িত হাসপাতালের একটি বরিশাল বিভাগে স্থাপনের দাবীতে এবার রাজপথে নেমেছে বরিশালবাসী। দল মত নির্বিশেষে দাবি আদায়ে জোটবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছে। দাবি মানা না হলে বৃহত্তর বরিশালবাসী অসহযোগসহ কঠোর কর্মসূচির দেবার হুঁশিয়ারি দিয়েছে। রোববার (এপ্রিল ২০) সকাল ১১ টায় বরিশাল নগরীর সদর রোডে দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক ও সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ভাঙ্গা থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত ২ লেনের সংকীর্ণ রাস্তা থাকার কারণে এ সড়কে প্রতিনিয়ত মারাত্মক দূর্ঘটনা ঘটছে। ফলে জানমালের ক্ষয় ক্ষতি হচ্ছে। এই মহাসড়কে প্রতিদিন হাজার হাজার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়ীতে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এবং দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে। মহাসড়কটি অত্যান্ত সরু বিধায় ব্যাপক যানজটের কারণে ভাঙ্গা থেকে বরিশাল পৌঁছাইতে ৪ ঘণ্টার অধিক সময় ব্যয় হয়। পদ্মা সেতুর সুফল মূলত দক্ষিণাঞ্চলের জনগণ ভোগ করতে পারতেছে না। পাশাপাশি ব্যবসায়ীদের মালামাল পরিবহনেও যথেষ্ট ব্যাঘাত ঘটছে। বক্তারা আরও বলেন, চীন সরকার বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে। যার একটি বরিশাল বিভাগে করার জন্য জোর দাবি জানানো হয়। এ সময় চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এবায়েদুল হক চান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সমন্বয়ক মনীষা চক্রবর্তী সহ বরিশাল ৪ আসনের সাবেক সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদসহ বিভিন্ন পেশাজীবী ও রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা