Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৪, ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চলতি শিক্ষা বর্ষে চালু হচ্ছে বরিশাল ইসলামী ব্যাংক নার্সিং ইনস্টিটিউট 
Sunday February 18, 2018 , 9:58 pm
Print this E-mail this

ভর্তি প্রক্রিয়া শেষ হলে মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে ক্লাস শুরু হবে

চলতি শিক্ষা বর্ষে চালু হচ্ছে বরিশাল ইসলামী ব্যাংক নার্সিং ইনস্টিটিউট


রাজশাহীর পর বরিশালে চালু হচ্ছে ইসলামী ব্যাংক নার্সিং ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম। চলতি বছরের মার্চের মাঝামাঝি সময়ে ক্লাস শুরু হবে। সম্প্রতি ৪০ আসন বিশিষ্ট নার্সিং ইনিস্টিটিউটে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারী কোর্সের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের নার্সিং শিক্ষা শাখা। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ২৫ ফেব্রুয়ারীর মধ্যে ভর্তি আবেদনপত্র গ্রহন ও জমাদান সম্পন্ন করতে হবে। সূত্র মতে, ইসলামী ব্যাংক বাংলাদেশের অধিনে ২০০০ সালের প্রথমবারের মতো যাত্রা শুরু করে রাজশাহী ইসলামী ব্যাংক নার্সিং ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম। এরপর ২০১৬ সালে ওই প্রতিষ্ঠানটি নার্সিং কলেজে রুপান্তরের অনুমোদন মিলে। এ অবস্থায় দেশের প্রতিটি বিভাগীয় শহরে ইসলামী ব্যাংক একটি করে নার্সিং ইনস্টিটিউট কিংবা নাসিং কলেজ প্রতিষ্টার উদ্যোগ গ্রহন করে। অতঃপর রাজশাহীর পর বরিশালে নাসিং ইানস্টিটিউটের অনুমোদন পাওয়া যায় ১৩ ফেব্রুয়ারী। ওই দিন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের নাসিং শিক্ষা শাখা’র উপসচিব সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত এক আদেশে ৭টি শর্তে বরিশালে প্রাথমিকভাবে ৪০ আসনের নার্সিং ইনস্টিটিউট এর তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারী কোর্সের অনুমোদন প্রদান করেন। এই অনুমোদন পাওয়ার সাথে সাথেই এখানকার কর্মকর্তারা ইতো মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এর আগে গত বছরের ডিসেম্বরের মধ্যে প্রিন্সিপাল, নার্সিং ইন্সট্রাক্টর (ডেমোন্সট্রেটর) ও ক্লিনিক্যাল টিচার পদসহ ১১টি ক্যাটাগরিতে নিয়োগ কার্যক্রম শেষ করা হয়। বরিশাল নগরীর চাঁদমারী ইসলামী ব্যাংক হাসপাতালের পূর্ব পাশের ৭ তলা বিশিষ্ট ভবন জুড়েই প্রতিষ্ঠিত এই নাসিং ইনস্টিটিউট। একই ছাদের নিচে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা ছাড়াও রয়েছে অত্যাধুনিক ক্লাস রুম ও ডিজিটাল ল্যাব এবং লাইব্রেরী। ভর্তির জন্য ১৭ ফেব্রুয়ারী থেকে ২৫ ফেব্রুয়ারীর মধ্যে ৫০০ টাকার ব্যাংক ড্রপ কিংবা পে ওর্ডারের মাধ্যমে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। একই সময়ের মধ্যে ভর্তি ফরম জমা দিতে হবে। এরপর আবেদন পত্র যাচাই বাছাই শেষে প্রার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। আবেদনপত্র গ্রহনযোগ্যরা লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিবেন। সেখান থেকে উর্ত্তিন ৪০ জন ভর্তির সুযোগ পাবেন বলে ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক ইনচার্য মোঃ আবুল খায়ের জানিয়েছেন। তিনি আরো বলেন, তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারী কোর্সে ভর্তির জন্য প্রার্থীকে যেকোনো শিক্ষা বোর্ড থেকে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে অনুষ্ঠেয় এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ এবং ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে অনুষ্ঠেয় এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম, জিপিএ ২.৫ পেয়ে পাস হতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। ৪০টি আসনের মধ্যে ৩২টি আসনে ছাত্রী ও ৮টি আসনে ছাত্র ভর্তি হতে পারবেন। ভর্তি প্রক্রিয়া শেষ হলে মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে ক্লাস শুরু হবে। ইতো মধ্যে সকল প্রস্তুতি সম্পূন্ন হয়েছে বলে জানান প্রশাসনিক বিভাগের এই কর্মকর্তা। এ ব্যপারে বরিশালের ইসলামী ব্যাংক হাসপাতালের তত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ মোঃ ইকবালুর রহমান জানান, দেশের অন্যতম সেবা মুলক প্রতিষ্ঠান হিসেবে এখন সুপরিচিতি লাভ করেছে ইসলামী ব্যাংক হাসপাতাল। ইতোমধ্যে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত হাসপাতালের পাশাপাশি ইসলামী ব্যাংক মেডিকেল ও নার্সি কলেজ চালু রয়েছে। এ অবস্থায় বৃহত্তর বরিশাল বিভাগে একটি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের খুব প্রয়োজনিয়তা দেখা দিয়েছে। ফলে রাজশাহীর পরই বরিশালে নাসিং ইনস্টিটিউটের অনুমোদন মিলেছে। তিনি আরো বলেন, সেবামূলক পেশা হচ্ছে নার্সিং। দেশে এখন প্রায় সব জেলা-উপজেলা শহরগুলোতেই সরকারি বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক গড়ে উঠেছে। ক্রমেই বেড়ে চলছে এসব হাসপাতালের সংখ্যা। তাই এসব প্রতিষ্ঠানে প্রতিবছরই নার্সের প্রয়োজন হয়। দেশের বাইরেও বিভিন্ন দেশে রয়েছে পেশাদার নার্সের চাহিদা। তাই এ পেশায় আসার জন্য শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে অনেক। সেই আগ্রহের প্রতি সাড়া দিতেই আমাদের এই ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে।

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক




Archives
Image
৪ দফা দাবিতে বরিশাল শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
Image
তোফাজ্জল হত্যার বিচারের দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ
Image
বরিশালে অবৈধভাবে বালু ভরাটের প্রতিবাদ সংখ্যালঘু যুবককে মারধরের অভিযোগ
Image
সাবেক এমপি বাহার ও তার মেয়ের ব্যাংক হিসাব জব্দ
Image
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আরও ৬ দিনের রিমান্ডে