|
বানারীপাড়া ও চাখার হাসপাতাল দু’টির এ অবস্থার পরিবর্তন চায় এলাকাবাসী
চরম চিকিৎসা সংকটে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স
বানারীপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা সংকটের কারণে সাধারণ মানুষ ভোগান্তির স্বীকার হচ্ছে প্রতিনিয়ত। এই হাসপাতালে ৮ জন ডাক্তারের পদ থাকলেও বর্তমানে নিয়োগ প্রাপ্ত ডাক্তার আছে মাত্র ২ জন। অন্য যেসব চিকিৎসক এই হাসপাতালে চিকিৎসা করেন তারা অন্য হাসপাতাল ও ক্লিনিক থেকে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। গতকাল সকাল সাড়ে ৯টায় হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিল সলিয়াবাকপুর হাসিনা মোরশেদ বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী। সে পেটের ব্যথায় যখন প্রচণ্ড ডাক চিৎকার দিতে ছিল, তখন মানবিক কারনে সেখানে উপস্থিত একজনে ডাক্তারের খোজ করে একজন ডাক্তার দেখতে পায়। ডাঃ সোনিয়া নামের চিকিৎসক তখন অন্য এক রোগীর চিকিৎসা করছিল তার কামড়ায়, তখন সময় প্রায় ১০টা। সে সময় ডাঃ সোনিয়ার কামড়ায় বিভিন্ন ঔষধ কোম্পানির ভিজিটর উপস্থিত দেখতে পেয়ে সেই ভদ্রলোক একটু উত্তেজিত হয়ে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে ভিজিটররা তার সাথে অসদাচরণ করলে সেখানে লোক সমাগম বেড়ে যায় এবং উত্তেজনার সৃষ্টি হয়। সাধারণ জনতার দাবী কেন হাসপাতালে কেন ঔষধ কোম্পানির ভিজিটর ডাক্তারদের কামড়ায় সব সময় বসে থাকে? এ ব্যাপারে ডাক্তার লুতফুল আজিজ ও ডাক্তার মীরা মজিদকে হাসপাতালে গিয়ে পাওয়া গেলে ঘটনার ব্যাপার জানতে চাইলে তারা জানান, আমাদের হাসপাতালে ৮জন চিকিৎসক এর পদ থাকলেও মাত্র দু’জন ডাক্তার আছে। এছাড়া অন্য যারা আছে তাদের মধ্যে ডাঃ আইরিনের নাইট ডিউটি ছিল, ডাঃ আব্দুর রহিম এ হাসপাতালে যোগদান করার পর মাত্র ১দিন এ হাসপাতালে এসেছেন, সে আছে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেষণীতে, একজন ট্রেনিং এ আছে, এছাড়া সব পদ শূন্য। এ মুহূর্তে হাসপাতালে চরম চিকিৎসা সংকটে পরেছে। অন্যদিকে চাখার ১০শয্যা বিশিষ্ট হাসপাতালটি শুধুমাত্র নামেই আছে। এ হাসপাতালে কোন চিকিৎসক না থাকার কারনে রোগী শূন্য হাসপাতালে পরিণত হয়েছে। তাছাড়া এ হাসপাতালের ভবনের ও বেহাল দশা, যেকোন সময়ে এ হাসপাতালে দুর্ঘটনা ঘটতে পারে। বানারীপাড়া ও চাখার হাসপাতাল দু’টির এ অবস্থার পরিবর্তন চায় এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের কাছে।
মোঃ আনিছুর রহমান মিলন, বানারীপাড়া প্রতিনিধি
Post Views:
১,০৬৫
|
|