|
উপজেলা ছাত্রলীগের কার্যালয় সম্মুখ থেকে আনন্দ মিছিলটি বের হয় শহরে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে
গ্রেনেড হামলা মামলার রায়ে, কাউখালীতে ছাত্রলীগের আনন্দ মিছিল
সৈয়দ বশির আহেম্মদ, অতিথি প্রতিবেদক : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ আসামিকে মৃত্যুদন্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণায় আনন্দ মিছিল করেছে পিরোজপুরের কাউখালী উপজেলা ছাত্রলীগ। বুধবার দুপুরে উপজেলা ছাত্রলীগের কার্যালয় সম্মুখ থেকে আনন্দ মিছিলটি বের হয় শহরে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ বশির আহম্মেদ, সাধারণ সম্পাদক তৌকীর আহম্মেদ সীমান্ত, কাউখালী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু তালুকদার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রিছাদ হাওলাদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন ভ্রহ্ম, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক রাতুল বাবু, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হৃদয় দে, কামরুল খান, নিলয় তালুকদার, উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সৌখিন, প্রচার সম্পাদক জয়দের মন্ডল, শহর ছাত্রলীগের সভাপতি নাফিউজ্জামান শাওন সহ শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী।
উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ- সভাপতি সৈয়দ বশির আহম্মেদ বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট নই। আদালতের রায়ে শ্রদ্ধা জানিয়ে আমরা এ মিছিল করেছি। হামলার মামলায় মূল হোতা তারেক রহমানকে ফাঁসি দিতে হবে।
Post Views:
১,০২৩
|
|