|
দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়
গৌরনদীতে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বর্নাঢ্য র্যালী ও সমাবেশসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে শনিবার সকালে বরিশালের গৌরনদীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে গৌরনদী উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে সকাল সাতটায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।সকাল আটটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।সকাল নয়টায় দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।এরপর গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ যুবলীগ-ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকদের নিয়ে উপজেলা সদরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।শেষে উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত যুব সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান,পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী,নারী ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার,জেলার দুইবারের শ্রেষ্ঠ মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আলম,পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমান শামীম,সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার,উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া,সরকারী গৌরনদী কলেজ ছাত্রসংসদের ভিপি সুমন মাহামুদ প্রমুখ।
Post Views:
৫৮
|
|