|
এই বাজারে দীর্ঘ দিন ধরে জুয়া ও মাদকের অভয়ারণ্য হিসেবে পরিচিত
গুয়াচৈত্রা থেকে জুয়ারী আটক, ৪০০ টাকা জরিমানা
বানারীপাড়া, ঝালকাঠি ও উজিরপুর উপজেলার মোহনা গুয়াচৈত্রা বাজার থেকে গত মঙ্গলবার রাতে জুয়া খেলা অবস্থায় ৪ জনকে আটক করে ও বাকিরা পালিয়ে যায়। আটক কৃতরা হলো, মোঃ করিম, পিতাঃ সেকেন্দার আলী, সাং একসারা পাড়া, মোঃ রিয়াজ, পিতাঃ মোঃ দুলাল, সাং চৌয়ারীপাড়া, মিঠু, পিতাঃ মোঃ ইদ্রিস। মিঠুর বাড়ী বাবুগঞ্জে, জাহিদুল ইসলাম, পিতাঃ নুরুল ইসলাম মোল্লা, সাং একসারা পাড়া। বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম তাদেরকে ভ্রাম্যমান আদালতে ৪০০ টাকা জরিমানা ছেড়ে দেন। এই বাজারে দীর্ঘ দিন ধরে জুয়া ও মাদকের অভয়ারণ্য হিসেবে পরিচিত অনেক আগে থেকেই। কিছুদিন আগে এই বাজারের ভান্ডারী মার্কেটের মধ্যে জুয়া খেলা নিয়ে দু’দলের মধ্যে মারামারি হয়। এ ব্যাপারে পত্র পত্রিকায় খবর আসলেও এর কোনো প্রতিকার হয়নি, তারা বহাল তবিয়তেই তাদের অনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুনা যাচ্ছে, তাদের পিছন থেকে মদদ দিচ্ছে আওয়ামীলীগের কোনো এক নেতা। এদের যদি এখনি লাগাম টেনে ধরা না হয় তবে ঐ এলাকার সাধারন জনগণ বিভিন্ন রকমের হয়রানির স্বীকার হবে।
মোঃ আনিছুর রহমান মিলন, বানারীপাড়া প্রতিনিধি
Post Views:
৭৯
|
|