গুরুতর অসুস্থ বরিশালের কৃতি সন্তান যুববন্ধু আরিফিন মোল্লা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গুরুতর অসুস্থ বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য বরিশালের কৃতি সন্তান যুববন্ধু আরিফিন মোল্লার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছে আওয়ামী লীগ। আরিফিন মোল্লার পরিবারও তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছে। বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য, বরিশালের কৃতি সন্তান যুববন্ধু আরিফিন মোল্লা বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা এ্যাপোলো হাসপাতালে ইর্মাজেন্সি বিভাগে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (২২ আগস্ট) আরিফিন মোল্লার পারিবারের মাধ্যমে অসুস্থতার বিষয়টি জানানো হয়। তারা আরো জানান, প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে বাসার সামনে বের হলে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে তিনি। এরপরে ততক্ষনিক তাকে ঢাকা এ্যাপোলো হাসপাতালে ইর্মাজেন্সি বিভাগে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থা আরো অবনতি হলে সন্ধ্যায় তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা করা হয়। এদিকে বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগের একাধিক নেতা কর্মীরা আরিফিন মোল্লার অসুস্থ্যতার কথা শুনে তার দ্রুততম সময়ে রোগ মুক্তি কামনায় বরিশালবাসীর সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
তার দ্রূত উন্নতি আর সুস্থতা কামনা করছে–বরিশাল মুক্তখবর পরিবার।