গভীর রাতে যাত্রী নিয়ে মাঝ নদীতে বিকল অ্যাডভেঞ্জার-১
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে মাঝ নদীতে পাখা ভেঙে বিকল হয়ে পড়ে আধুনিক নৌ-যান অ্যাডভেঞ্জার-১। বুধবার (২৩ আগস্ট) গভীর রাত ১১টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই সংলগ্ন কীর্তনখোলা নদীতে এই দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে বরিশাল নৌ পুলিশের ওসিসহ একটি টিম সেখানে ছুটে যায়।রাত সাড়ে ১২টার দিকে ওসি বেল্লাহ হোসেন জানান, জাহাজটি ১ হাজারের বেশি যাত্রী নিয়ে রাত সাড়ে ৯টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।পথিমধ্যে পাখা ভেঙে বিকল হয়ে পড়ে।বরিশাল শহর থেকে পাখা নিয়ে এসে মেরামত কাজ চলছে।ত্রুটি সমাধান হয়ে গেলেই ঢাকার উদ্দেশে ফের হওনা হবে নৌ-যানটি।