Current Bangladesh Time
বৃহস্পতিবার ডিসেম্বর ১২, ২০২৪ ১:৩৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গফরগাঁওয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের আনন্দ মিছিল 
Tuesday August 7, 2018 , 8:20 pm
Print this E-mail this

মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়

গফরগাঁওয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের আনন্দ মিছিল


শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ায় ও সড়ক পরিবহন আইন মন্ত্রিসভায় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মঙ্গলবার দুপুরে আনন্দ মিছিল করেছে গফরগাঁও উপজেলার হাজারো ছাত্র-ছাত্রী। মিছিলে গফরগাঁও সরকারি কলেজ, আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ, গফরগাঁও মহিলা কলেজ, ইসলামিয়া সরকারি হাই স্কুল, খায়রুল্লাহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়, জেএম সিনিয়র ফাজিল মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার ছাত্র-ছাত্রী অংশ নেন। এর আগে এক সমাবেশে বক্তব্য দেন- বারবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মফিজুল হক, রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, আওয়ামী লীগ নেতা মাসুদ হোসেন সোহেল প্রমুখ। দুপুরে কয়েক হাজার ছাত্র-ছাত্রীর অংশ গ্রহণে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।

সূত্র :  ঢাকাটাইমস




Archives
Image
‘আ.লীগ ফিরবে’ মন্তব্য করার অভিযোগ, ইউএনওকে প্রত্যাহারের নির্দেশ
Image
শহীদ সাগরের বাবার ওপর বরিশালের আগৈলঝাড়ায় হামলা
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন