Current Bangladesh Time
শনিবার জুলাই ১২, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গণহত্যা দিবসে বরিশালে মোমবাতি প্রজ্জ্বলন 
Monday March 26, 2018 , 8:24 pm
Print this E-mail this

প্রজ্জ্বল্লিত মোমাবতির এই মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিবির পুকুর পাড়ের সোহেল চত্বরে গিয়ে শেষ হয়

গণহত্যা দিবসে বরিশালে মোমবাতি প্রজ্জ্বলন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ২৫ মার্চ কালোরাত্রিকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের দাবিতে বরিশালে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোর মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২৫ মার্চ) দিবাগত রাত ১১টা ১০ মিনিটে বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে মোমবাতি প্রজ্জলন কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রজ্জ্বল্লিত মোমাবতির এই মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিবির পুকুর পাড়ের সোহেল চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদানকারী দলের প্রধান মাহবুব উদ্দীন আহমেদ বীর বিক্রম, বরিশাল-২ আসনের সংসদ সদস্য (এমপি) এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এ্যাডভোকেট এস এম ইকবাল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, শান্তি দাস, কাজল ঘোষ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এর আগে সন্ধ্যায় শহরের কালেক্টরেট পুকুর পাড়ে নিউজ এডিটর কাউন্সিল বরিশালের আয়োজনে ‘এসো আলোর মিছিলে’ স্লোগানে কালোরাত্রিতে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়।




Archives
Image
খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা
Image
খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
Image
বরিশাল ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী পেল জিপিএ-৫
Image
নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার নির্দেশনা বাতিল
Image
বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে : মির্জা ফখরুল