খেলনা বাটিতে খিচুড়ি রান্না করে মায়ের অপেক্ষায় তুবা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : উত্তর বাড্ডায় ‘ছেলেধরা’ সন্দেহে গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুর চার বছর বয়সী মেয়ে তাসমিন মাহিরা তুবার এবারের ঈদ কাটছে মাকে ছাড়াই। ছোট্ট শিশুটি মায়ের মৃত্যুর খবর জানে না। তাই ঈদের দিনে খেলনা বাটিতে খিচুড়ি রান্না করে মায়ের অপেক্ষায় কাটিয়ে দিয়েছে দিন। ঈদের দিন সোমবার সন্ধ্যায় মহাখালীর ওয়ারলেস গেইট এলাকায় রেনুদের বাসায় ঢুকতেই দেখা মিলল তুবার, খেলনা চুলায় রান্নার হাঁড়ি চড়িয়ে ব্যতিব্যস্ত সে। কী রাঁধছ জানতে চাইলে লাকড়ি নাড়িয়ে জানান দিল, ‘খিচুড়ি’।পাশ থেকে তার খালা নাজমুন নাহার নাজমা বললেন, “অনেকক্ষণ ধরেই মায়ের জন্য রান্নাবাড়া করছে। তুবার ধারণা, মা আমেরিকায় আছে; ওর হাতে রান্না করা খিচুড়ি খেতে চলে আসবে। ওর খেলনা ফোনটা কানে দিয়ে মায়ের সঙ্গে একা একাই কথা বলে। পরে আমাদের বলে, আম্মুর সঙ্গে কথা বলবে? আমাদের বুকটা ভারী হয়ে যায়। ছোট্ট মেয়ের সামনে কাঁদতে পারি না।”