মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সকল সিনিয়র নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক রায়ের প্রতিবাদে বরিশালে পৃথক মানববন্ধন করেছে বিএনপি। তবে সদর রোডে মানববন্ধন করতে না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকাল ১১টায় নগরীর সদর রোডে মানববন্ধনের আয়োজন করে বিএনপি। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি না থাকার অজুহাতে তাদের সদর রোডে দাড়াতে দেয়নি, এমনকি মানববন্ধন উপলক্ষ্যে নেতাকর্মীরা মাইক সাটানোর চেস্টা করলে তাদের বাঁধা দেয় পুলিশ। পরে নেতাকর্মীরা পুলিশের কঠোর বেস্টনীতে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এসময় বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া ও সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুক সহ অন্যান্যরা। এর আগে সোমবার সকাল ১০টায় বরিশাল উত্তর ও দক্ষিন জেলা বিএনপির যৌথ উদ্যোগে সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে একই দাবিতে পুলিশের কড়া বেস্টনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দক্ষিন জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ, দক্ষিন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবুল কালাম শাহিন সহ অন্যান্যরা। বিএনপি’র কর্মসূচী উপলক্ষ্যে সদর রোড সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।